রাবার বোর্ডে ৭ পদে নিয়োগের জন্য নির্বাচিত হলেন যাঁরা

মডেল: হাদী, তানিন ও সিফাত
ছবি: খালেদ সরকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রাবার বোর্ডের রাজস্ব খাতে অস্থায়ীভাবে পূরণযোগ্য ষষ্ঠ থেকে নবম গ্রেডের সাতটি পদে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ মার্চ অনুষ্ঠিত লিখিত ও পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

যেসব পদের ফলাফল প্রকাশ করা হয়েছে সেগুলো হলো—সহকারী পরিচালক (সেবা), সহকারী পরিচালক (এমআইএস/আইটি), সহকারী পরিচালক (আইন/বোর্ড), সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), সহকারী পরিচালক (প্রশাসন), সহকারী পরিচালক (নিরীক্ষা) ও বৈজ্ঞানিক কর্মকর্তা (ক্লোন ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রপ ইম্প্রুভমেন্ট)।

আরও পড়ুন

নির্বাচিত প্রার্থীদের গেজেট শিগগিরই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বাংলাদেশ রাবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে