বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা পদে চাকরি পেলেন ৫৩০ জন
বাংলাদেশ কৃষি ব্যাংকে দশম গ্রেডের কর্মকর্তা পদে ৫৩০ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। এসব প্রার্থীদের পদায়নের কর্মস্থলও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের এক নোটিশে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৫৩০ প্রার্থীকে কর্মকর্তা পদে নির্বাচন করা হয়েছে। প্রার্থীদের নিয়োগপত্র কুরিয়ার বা রেজিস্টার্ড ডাকযোগে তাঁদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে পাঠানো হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। নির্বাচিত কোনো প্রার্থী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপত্র না পেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
নির্বাচিত প্রার্থীদের রোল, নাম ও পদায়নকৃত কর্মস্থলের ঠিকানা দেখা যাবে এই লিংকে