পায়রা বন্দরের ২৩ পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

মডেল: হাদী, রিয়া ও সিফাত
ছবি: প্রথম আলো

পায়রা বন্দর কর্তৃপক্ষের অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে সৃজনকৃত ২২ ক্যাটাগরির ২৩টি পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যাটাগরির ২৩টি পদের লিখিত পরীক্ষা গত ২০ মে অনুষ্ঠিত হয়েছে। এতে উত্তীর্ণ ২৩৭ প্রার্থীকে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

সহকারী প্রকৌশলী (সিভিল), সুপারিনটেনডেন্ট (লাইট অ্যান্ড মুরিং), সহকারী পরিচালক (অর্থ), সহকারী ড্রেজিং মাস্টার, হাইড্রোগ্রাফার (ফিল্ড) ও মেডিকেল অফিসার পদের মৌখিক পরীক্ষা ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

উপসহকারী প্রকৌশলী (সিভিল), উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), সিনিয়র স্টাফ নার্স, নিরাপত্তা পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, ব্যক্তিগত সহকারী, সহকারী ট্রাফিক ইন্সপেক্টর ও উচ্চ বহিঃসহকারী পদের পরীক্ষা ১১ জুলাই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ল্যান্ড সার্ভেয়ার, নিম্নমান বহিঃসহকারী, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অডিট অ্যাসিস্ট্যান্ট, সহকারী সাব-ইন্সপেক্টর, সুকানি ও নিরাপত্তারক্ষী পদের পরীক্ষা ১২ জুলাই অনুষ্ঠিত হবে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের ঢাকা লিয়াজোঁ অফিস, আল-আমিন মিলেনিয়াম টাওয়ার (লেভেল-৭), ৭৫-৭৬ কাকরাইল, ঢাকা-১০০০ ঠিকানায় এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যক্তিগত সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ৬ জুলাই সকাল ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম), ৬৩ নিউ ইস্কাটন, ঢাকায় অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থী মুঠোফোন ও কোনো প্রকার ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে রাখতে পারবে না। এ ধরনের ডিভাইস পাওয়া গেলে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রার্থীর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার সময় আবেদনের প্রিন্ট/হার্ড কপি, বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে সব সনদের মূল কপি, স্থায়ী ঠিকানা সমর্থনে জাতীয়তা/নাগরিকত্ব সনদ, মুক্তিযোদ্ধা সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ সব সনদের এক সেট সত্যায়িত কপি অবশ্যই সঙ্গে আনতে হবে।

মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণই কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

কোনো ক্ষেত্রে যাচিত কাগজাপত্রাদির ঘাটতি থাকলে পরবর্তীকালে কোনো সময় প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি/অসত্য তথ্য প্রদান/কোনো জাল সনদ দাখিল/অসদুপায় অবলম্বন/প্রতারণার আশ্রয় নিলে বা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি/ত্রুটি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখানে দেখা যাবে।