সরকারি কর্মচারী হাসপাতাল: নিয়োগ পরীক্ষায় অনিয়মের শুনানি ১৫ অক্টোবর
সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত ৯৮টি শূন্য পদে জনবল নিয়োগে গৃহীত নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে শুনানি ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯৮টি শূন্য পদের নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে দুটি অভিযোগ পাওয়া গেছে। একটি অভিযোগে অভিযোগকারীদের নাম ও ঠিকানা উল্লেখ নেই। অপর একটি অভিযোগে অভিযোগকারীদের নাম ও যোগাযোগের নম্বর উল্লেখ আছে।
অভিযোগ দুটির বিষয়ে ১৫ অক্টোবর বেলা দুইটায় সরকারি কর্মচারী হাসপাতালে (ষষ্ঠ তলা) শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় স্বাক্ষ্যপ্রমাণ ও রেকর্ডসহ উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট অভিযোগকারীদের অনুরোধ করা হয়েছে।