এশিয়া–প্যাসিফিকের ৬০০০ যুবককে চাকরি দেবে সিটি গ্রুপ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সেন্টারলিংকে সরকারের প্রণোদনার আশায় লোকজনের এই ভিড়। ২৩ মার্চ
ছবি: এএফপি

কোভিড–১৯–এর কারণে চাকরি হারাচ্ছেন অনেকেই। আইএলওর হিসাবে বিশ্বের কয়েক লাখ মানুষ চাকরি হারিয়েছেন। আবার কোনো কোনা সংস্থা ছাঁটাই প্রক্রিয়ায় না গিয়ে বেতন কমানোর প্রক্রিয়া অনুসরণ করছে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। তবে সিটি গ্রুপ ও সিটি ফাউন্ডেশন অনেকের চাকরির ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে।

সিটি গ্রুপ এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে ছয় হাজার যুবকের জন্য চাকরির ব্যবস্থা করবে। কোভিড–১৯–এর কারণে চাকরি হারানো ঠেকাতে আগামী তিন বছরে এসব চাকরির ব্যবস্থা করবে সিটি গ্রুপ। শুধু তা–ই নয়, ৬০ হাজার যুবকের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে আগামী তিন বছরে।

এদিকে করোনার কারণে চাকরি হারানো ব্যক্তিদের জন্য সিটি ফাউন্ডেশন ব্যয় করবে ৩৫ মিলিয়ন ডলার।

সিটি গ্রুপ ও সিটি ফাউন্ডেশন ২০২৩ সালের মধ্য–নিম্ন আয়ের পরিবারের যুবকদের মধ্যে চাকরির সুযোগের অংশ হিসেবে এসব কাজ করবে।

নিউইয়র্কের ব্যাংকের কার্যালয় থেকে বলা হয়েছে, মহামারি করোনার কারণে এশিয়া–প্যাসিফিক অঞ্চলের যুবকেরা চাকরি হারিয়েছেন বা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের জন্য নতুন কিছুর ভাবনা থেকেই চাকরির ব্যবস্থা করা হচ্ছে।
সিটি গ্রুপের এশিয়া–প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার বাবেজ বলেন, কোভিড–১৯–এর কারণে এ এলাকার যুবকেরা (বিশেষ করে নিম্ন আয় ও সুবিধাবঞ্চিত পরিবারের যুবকেরা) কর্মসংস্থানের সমস্যায় পড়ছেন নিয়মিত। তাঁদের জন্যই এই ব্যবস্থা।

চীনের হেনান প্রদেশের ঝেনঝুতে একটি চাকরি মেলায় চাকরির খোঁজখবর ও সিভি দিতে এসেছেন এই যুবক। ২৫ জুলাই
ছবি: এএফপি

আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্যমতে, এশিয়া–প্যাসিফিক অঞ্চলের ৭০০ মিলিয়ন যুবকের বাস, এদের বয়স ১৫–২৪ বছরের মধ্য। এই এলাকার চাকরি হারানোর লোকদের মধ্য সংখ্যায় এরা অর্ধেক। ২০১৯ সালের কর্মসংস্থানের না হওয়া বা চাকরি নেই, এমন যুবকের সংখ্যায় এরা দ্বিগুণ। এই এলাকার ১৩টি দেশের যুবকের চাকরি হারানোর সংখ্যাও বেশি। এসব পরিসংখ্যান মাথায় রেখে সিটি গ্রুপ যুবকদের জন্য নতুন চাকরির সুযোগ নিয়ে এসেছে।

এখন প্রশ্ন হতে পারে, চাকরি ও প্রশিক্ষণের সুযোগ যুবকেরা কীভাবে পাবেন। সিটি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, চাকরি ও প্রশিক্ষণ হবে সামার ইন্টার্নশিপে প্রোগামের অধীনে। অনলাইন ইন্টার্নশিপের আয়োজন করা হবে। এ ছাড়া পূর্ণ সময়ের জন্য নিয়োগ এবং ক্যাম্পাস প্রোগ্রামের আওতায়ও যুবকেরা কাজ পাবেন।
১৯৯৯ সালের পর থেকে সিটি ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা খাতে (সিএসআর) ২৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।

সিটি গ্রুপের একজন মুখপাত্র বলেছেন, এশিয়া–প্যাসিফিক এলাকা থেকে চাকরি দেওয়া হবে যুবকদের। তবে আশা করা যাচ্ছে, দক্ষিণ–পূর্ব এশিয়ার যুবকদের জন্য এ চাকরি বেশি প্রয়োজন। তথ্যসূত্র: সাউথ চায়না মনিং পোস্ট