কাল থেকে পাওয়া যাবে চলতি ঘটনার ফেব্রুয়ারি সংখ্যা

প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষায় যাঁরা নিজেকে এগিয়ে রাখতে চান, তাঁদের জন্য মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’ আসছে বাজারে। প্রথমা প্রকাশন থেকে বের হওয়া এই মাসিক ম্যাগাজিন আগামীকাল রোববার থেকে সারা দেশে পাওয়া যাবে।
এবারের সংখ্যাটিতে বিশেষভাবে কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এই মাসেই শহীদ হয়েছিলেন আমাদের তরুণেরা। আর তাঁদের ত্যাগের কারণে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। এসেছে আন্তর্জাতিক স্বীকৃতি। এ নিয়ে এবারের চলতি ঘটনায় সাবেক বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের ‘একুশে ফেব্রুয়ারি ১৯৫২, ১৪৪ ধারা ভঙ্গ’ শীর্ষক লেখা থাকছে। এ ছাড়া প্রাইমারি মডেল টেস্ট, ব্যাংক মডেল টেস্ট, বিসিএস ও বিশ্ববিদ্যালয় ভর্তির বিশেষ আয়োজনও থাকছে। দাম ২০ টাকা।

চলতি ঘটনার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ভাষা আন্দোলনের গান, কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প স্থান পেয়েছে এবারের চলতি ঘটনায়। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুরের বিশেষ একটি লেখা রয়েছে। প্রশ্ন-উত্তরে ২১ ফেব্রুয়ারি, যেভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলা ভাষা, মাতৃভাষার গুরুত্ব কেন এত বেশি, সেটিও এবার থাকছে। সব নিয়োগ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন থাকে। এ জন্য এই সংখ্যা বিশেষ একটি অর্থ বহন করে।
চলতি ঘটনার সম্পাদক জানান, সামনে দুটি বিসিএস। ফেব্রুয়ারি মাসে ৪২তম বিশেষ বিসিএস, আর ৪১তম সাধারণ বিসিএস মার্চে অনুষ্ঠিত হবে। এই দুই বিসিএস নিয়ে বিশেষ লেখা ও মডেল টেস্ট রয়েছে এবার। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সামনে। এ নিয়ে বিশেষ লেখা ও প্রস্তুতি থাকছে এবারের চলতি ঘটনায়। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, ব্যাংক মডেল টেস্ট, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও মডেল টেস্ট এ সংখ্যাকে আরও সমৃদ্ধ করেছে। ব্যাখ্যাসহ নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধানে এবার থাকছে: বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সহকারী পরিচালক পদ। খেলা নিয়ে আয়োজন তো থাকছেই।