চাকরির আবেদনের ৮ বছর পর পরীক্ষার চিঠি পাঠাল বাপেক্স

পেট্রোবাংলার কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) একটি পদে চাকরির আবেদন করার ৮ বছর পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য চাকরিপ্রার্থীদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

২০১৪ সালে সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাপেক্স। সে সময় যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের এখন চাকরির বয়স নেই। আবার অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাও হয়েছেন।

দীর্ঘ ৮ বছর পর লিখিত পরীক্ষার জন্য কলিং লেটার পাওয়ার পর অনেকে সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

যাঁরা আবেদন করেছেন, তাঁদের আমরা নিয়োগ থেকে বঞ্চিত করতে চাই না। তাই দীর্ঘদিন পরে হলেও পরীক্ষা নেওয়া হচ্ছে।
মোহাম্মদ আবুল বশর, বাপেক্সের মহাব্যবস্থাপক (প্রশাসন)

লিখিত পরীক্ষার জন্য চিঠি পাওয়াদের একজন মো. আতিকুর রহমান। তিনি আজ মঙ্গলবার চিঠি পেয়েছেন। মো. আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি ২০১৪ সালের ১১ জানুয়ারি এই পদে আবেদন করি। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। এত দিন পর চিঠি আসায় অবাক হয়েছি।’

বাপেক্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আবুল বশর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে ২০১৪–১৫ সালে চাকরির আবেদন করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাথমিক যাচাই-বাছাইয়ে আপনি লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১৪ জুলাইয়ের মধ্যে বাপেক্স ভবনে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। কাগজপত্র জমা না দিলে লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হবে না।

৮ বছর পর লিখিত পরীক্ষার চিঠি পাঠানোর কারণ জানতে মোহাম্মদ আবুল বশরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘যাঁরা আবেদন করেছেন, তাঁদের আমরা নিয়োগ থেকে বঞ্চিত করতে চাই না। তাই দীর্ঘদিন পরে হলেও পরীক্ষা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন