পিএসসি বিশেষ সভায় বসেছে, আলোচনা ৪০তম বিসিএসের লিখিত ফল নিয়ে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ মঙ্গলবার বিকেলে বিশেষ সভায় বসেছে। পিএসসির একজন সদস্য প্রথম আলোকে বলেন, বিশেষ সভায় ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। এ ছাড়া অন্য বিসিএসের বিষয়ে কিছু সিদ্ধান্ত দেওয়া হতে পারে।

পিএসসির একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, আজকের বিশেষ সভায় মাধ্যমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা করা হতে পারে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। দেশের ৩১৯ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক–সংকট আছে। সর্বশেষ ২০১১ সালে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে বিসিএসের নন-ক্যাডার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছিল। তবে বিসিএস নন-ক্যাডার থেকে স্কুলগুলোর জন্য বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছিল না। এ ছাড়া বিসিএসের নন-ক্যাডার থেকে যাঁরা শিক্ষক পদে নিয়োগ পেয়ে আসেন, তাঁদের বেশির ভাগই পরে অন্য চাকরিতে চলে যান। এতে বিদ্যালয়গুলোয় শিক্ষক–সংকট থেকেই যায়।

পরে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা হয়। এই বছরের নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। চলতি বছরে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এখন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে তাঁদের নিয়োগ দিতে সুপারিশ করবে পিএসসি।