বাজারে চলতি ঘটনার জুলাই সংখ্যা

চলতি ঘটনা জুলাই সংখ্যার প্রচ্ছদ

প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষায় যাঁরা নিজেকে এগিয়ে রাখতে চান, তাঁদের জন্য মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’ বাজারে এসেছে। এই মাসিক ম্যাগাজিনের জুলাই সংখ্যা আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে পাওয়া যাচ্ছে। এবারের সংখ্যাটিতে বিশেষভাবে কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

‘চলতি ঘটনা’র সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, পদ্মা সেতু একটি যুগান্তকারী বিষয়। গত ২৫ জুন ২০২২ দেশের বৃহত্তম যোগাযোগ অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর নদীশাসন করতে গিয়ে যে পন্থা অবলম্বন করা হয়েছে, তার নাম ‘গাইড বান্ড উইথ ফলিং অ্যাপ্রোন’। সারা বিশ্বের বুকেই এই সেতু একটি গর্বের বিষয়। পদ্মা সেতুর নানা খুঁটিনাটি দিক হবে আগামীর চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়। এখান থেকে যেসব বিষয় পরীক্ষায় আসার মতো, তা নিয়ে এবারের চলতি ঘটনায় থাকছে বিশেষ আয়োজন।

সেতুর সঙ্গে সঙ্গে এবারের আলোচিত বিষয় হচ্ছে বাজেট। প্রতিবছর এই বাজেট থাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার অন্যতম বিষয়। এখান থেকেও অনেক এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রশ্ন আসে। নানা বিষয়ের মধ্য থেকে গুরুত্বপূর্ণ সব বিষয় থাকছে এবারের চলতি ঘটনায়।

সারা বিশ্বের বুকেই এই সেতু একটি গর্বের বিষয়। পদ্মা সেতুর নানা খুঁটিনাটি দিক হবে আগামীর চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়। এখান থেকে যেসব বিষয় পরীক্ষায় আসার মতো, তা নিয়ে এবারের চলতি ঘটনায় থাকছে বিশেষ আয়োজন।

আব্দুল কাইয়ুম বলেন, এবারের জনশুমারি ও গৃহগণনা-২০২২—এর বিশেষ দিক হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা এটি। এবার এই বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দিনলিপি: জুলাই ১৯৭১, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর, প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বিশেষ দিনলিপি, রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাব, সিংহাসনে রানি এলিজাবেথের ৭০ বছর, তুরস্ক এখন ‘তুর্কিয়ে’, ওয়াটারগেট কেলেঙ্কারির ৫০ বছর, বৈশ্বিক সম্মেলন ২০২২, জুলাই কথন, আই টু ইউ টু জোট—এই সাম্প্রতিক বিষয়গুলো চলতি ঘটনায় বিশেষভাবে স্থান পেয়েছে।

এ ছাড়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান, পিএসসি: নন-ক্যাডার চাকরির নিয়োগ টিপস, ব্যাংক, প্রাইমারি ও বেসরকারি শিক্ষকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি পরীক্ষার নিয়োগ টিপস, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি: টিপস ও মডেল টেস্ট, আলোচিত সাধারণ জ্ঞান: ৫০টি প্রশ্নের উত্তর পাওয়া যাবে এবারের চলতি ঘটনায়।

প্রিয় বই: আগুনপাখি, জেলা পরিচিতি: রাঙামাটি, খাগড়াছড়ি এবং খেলা: কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ চলতি ঘটনাকে সমৃদ্ধ করেছে। সব মিলিয়ে এবারের চলতি ঘটনা অনেক দিন প্রাসঙ্গিক থাকবে। সংগ্রহে রাখার মতো এই সংখ্যা আপনাদের নানাভাবে উপকারে আসবে।