রেলওয়ের দুই পদের পরীক্ষা একই সময়ে, বিপাকে ৮০,০০০ পরীক্ষার্থী

বাংলাদেশ রেলওয়ের গার্ড গ্রেড-২ ও সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) সময়সূচি একই সময়ে প্রকাশ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন এ দুই পদে আবেদনকারীরা।

গার্ড গ্রেড-২ ও সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন দুটি পদেরই পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুটি পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮০ হাজার ৪১৭।

পরীক্ষার্থীরা বলছেন, দুটি পদে নিয়োগের জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি ভিন্ন ভিন্ন সময়ে প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে একই সময়ে। পদ দুটিও ভিন্ন গ্রেডের। একটি ১৪তম গ্রেডের, আরেকটি ১৭তম গ্রেডের চাকরি। সবই ভিন্ন, শুধু পরীক্ষা নেওয়া হচ্ছে একই সময়ে।

সামিউল ইসলাম নামের এক পরীক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘বিজ্ঞপ্তি যেহেতু আলাদা সময়ে প্রকাশ করা হয়েছিল, তাই দুটি পরীক্ষা আলাদা সময়ে নেওয়া হবে ধরে দুটি পদেই আবেদন করেছিলাম। আবেদন করেও পরীক্ষা দিতে পারছি না। তাহলে আমার আবেদনের টাকা ফেরত দেওয়া হোক; নইলে পরীক্ষা পেছানো হোক।’
গত ১৬ জানুয়ারি সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পদে নেওয়া হবে ২৮০ জন। আর গত ২২ ফেব্রুয়ারি গার্ড গ্রেড-২ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে নিয়োগ পাবেন ৫৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গার্ড গ্রেড-২ পদের পরীক্ষা রাজধানীর ১৩টি কেন্দ্রে এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের পরীক্ষা ২১টি কেন্দ্রে নেওয়া হবে।
এ পরীক্ষায় মোট ৭০টি প্রশ্ন থাকবে, পূর্ণমান ৭০। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। পরীক্ষার জন্য পূর্ণ সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর ন্যূনতম ৩০ মিনিট আগে নির্ধারিত পরীক্ষার হলের কক্ষে ঢুকে নিজ নিজ আসন গ্রহণ করবেন। পরীক্ষা শুরুর পর, অর্থাৎ সকাল ১০টার পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না।

পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রের চারটি সেট থাকবে, যেমন সেট-১, সেট-২, সেট-৩, সেট-৪। পরীক্ষার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন, তাঁকে অনুরূপ বা একই সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের সেট নম্বর প্রশ্নপত্রের সেট নম্বর এক এবং অভিন্ন হতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে পরীক্ষার্থী উত্তর দেওয়া শুরু করবেন।

পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থী নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শক উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করবেন। পরীক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে যেতে পারবেন না।

ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, ব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মুঠোফোন, ঘড়িসদৃশ মুঠোফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক বা যোগাযোগ ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা গয়না বা অলংকার–জাতীয় কিছু ব্যবহার করবেন না।

পরীক্ষার হলে ক্রেডিট কার্ড বা ব্যাংক কার্ডসদৃশ কোনো কিছু বহন করা যাবে না। পরীক্ষা চলাকালে পরীক্ষাকক্ষে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে। ওই প্রার্থীকে বহিষ্কার করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ৮ জুন বিকেল চারটা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের সরকার–নির্দেশিত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং অবশ্যই মাস্ক পরে পরীক্ষায় অংশ নিতে হবে।