লাখো উদ্যোক্তাকে বিজনেস ইনকিউবেশন সুবিধা দেবে বিসিক

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ১ লাখ তরুণ ও নারী উদ্যোক্তাকে বিজনেস ইনকিউবেশন সুবিধা প্রদান করবে। এ লক্ষ্যে সংস্থাটি গত সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্টের (বিআইআইডি) সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করেছে। মতিঝিলে বিসিক সচিব মো. মফিদুল ইসলাম ও বিআইআইডির প্রধান নির্বাহী কমর্কতা মো. শহীদ উদ্দিন আকবর নিজ নিজ সংস্থার পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

বিসিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তিভিত্তিক আধুনিক ব্যবসা উন্নয়ন সেবা প্রবর্তনের মাধ্যমে উদ্যোক্তাদের আরও উন্নত সেবা প্রদানের অংশ হিসেবে  ইনকিউবেশন, প্রোটো-টাইপিং, কো- ওয়ার্কিং স্পেস এবং মেন্টরশিপের মতো ব্যবসা সহায়তা এই চুক্তির আওতায় বিআইআইডির বি-ল্যাব উদ্যোগের মাধ্যমে প্রদান করা হবে। বিআইআইডি ইনকিউবেটর পরিচালনা ও ব্যবস্থাপনার সব কারিগরি সহায়তা প্রদান করবে এবং বিসিক যাবতীয় লজিস্টিক ও স্থানীয় সেটআপ ব্যবহারের সুযোগ প্রদান করবে।

পাইলটভিত্তিতে গোপালগঞ্জ এবং নরসিংদী জেলার আওতাধীন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংশ্লিষ্ট উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের এই সেবা প্রদান করা হলেও বিসিকের সব কার্যালয়ে অনলাইনভিত্তিক ব্যবসা উন্নয়ন সহায়তা পাওয়া যাবে।

বাংলাদেশে এই প্রথম স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের ইনকিউবেশন সুবিধা প্রদানের জন্য বিআইআইডির বি-ল্যাব উদ্যোগ গ্রহণ করেছে। বিসিকের সব স্থানীয় কার্যালয়ে পর্যায়ক্রমে ইনকিউবেশন সুবিধা প্রদান করা হবে। স্থানীয় উদ্যোক্তারা যেকোনো স্থান থেকে অনলাইনে ভার্চ্যুয়াল ইনকিউবেশন সুবিধা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান, পরিচালক খলিলুর রহমান, মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, রতন কুমার আইচ সরকার উপস্থিত ছিলেন।