৭১৫ পদের পরীক্ষা তারিখ জানাল পরিসংখ্যান ব্যুরো
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) রাজস্ব বাজেটের ৩য় ও ৪র্থ শ্রেণির লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৭১৫ পদের এ পরীক্ষার সূচি এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। চেইনম্যান ও অফিস সহায়ক পদে এ পরীক্ষা হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চেইনম্যান পদের পরীক্ষা ১৬ অক্টোবর ২০২১ বিকেল ৩টায় এবং অফিস সহায়ক পদের পরীক্ষা ২২ অক্টোবর ২০২১ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। চেইনম্যান ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার কেন্দ্র বিবিএসের ওয়েবসাইটে (http://bbs.gov.bd/) প্রকাশিত হয়েছে। প্রার্থীরা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
গত বছরে ২১ ক্যাটাগরির মোট ৭১৫টি পদে সরাসরি নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।