প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৬

প্রতীকী ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দুই ধাপের লিখিত পরীক্ষা এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৬তম পর্বে সাধারণ জ্ঞান ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।

১. ‘ব্রাহ্ম সমাজ’ প্রতিষ্ঠা করেন কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) রাজা রামমোহন রায়  
ঘ) মধুসূদন দত্ত

২. বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?
ক) হানিফউদ্দীন মিয়া
খ) হাফিজউদ্দিন মিয়া
গ) মোস্তফা জব্বার
ঘ) মোস্তফা মনোয়ার

৩. টিসিবি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৪
ঘ) ১৯৭৫

৪. ‘রসকসমস’ কোন দেশের মহাকাশ সংস্থা?
ক) রাশিয়া
খ) যুক্তরাষ্ট্র
গ) ফ্রান্স
ঘ) ইসরায়েল

৫. জাতীয় ভোটার দিবস কখন পালিত হয়?
ক) ১ মার্চ
খ) ২ মার্চ
গ) ৩ মার্চ
ঘ) ৪ মার্চ

৬. ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ গানটির গীতিকার কে?
ক) কাওসার আহমেদ চৌধুরী
খ) রথীন্দ্রনাথ রায়
গ) পথিক নবী
ঘ) খুরশিদ আলম

৭. ডি-৮–এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) তুরস্ক
খ) বাংলাদেশ
গ) নাইজেরিয়া
ঘ) ইরান

৮.‘জীবন তরী’ কী?
ক) ভাসমান হাসপাতাল
খ) ভাসমান বিদ্যালয়
গ) নৌকার নাম
ঘ) ভাসমান পাঠাগার

৯. রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের যে জাহাজ ক্ষতিগ্রস্থ হয়-
ক. বলাকা-৩
খ. ধ্রুবক-৫
গ. বাংলার সমৃদ্ধি
ঘ. বাংলাদেশের অগ্রদূত

১০. ৩০০তম সংসদীয় আসন কোনটি?
ক) বান্দরবান
খ) রাঙামাটি
গ) খাগড়াছড়ি
ঘ) সীতাকুণ্ড

১১. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়?
ক) ২ ডিসেম্বর, ১৯৯৭
খ) ৩ ডিসেম্বর, ১৯৯৭
গ) ৯ ডিসেম্বর, ১৯৯৭
ঘ) ৪ ডিসেম্বর, ১৯৯৭

১২. ঐতিহাসিক ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতজন পাকিস্তানি ব্যক্তির কথা উল্লেখ করেছেন?
ক) ২ জন
খ) ৩ জন
গ) ৪ জন
ঘ) ৫ জন

১৩. বঙ্গবন্ধু ‘কারাগারের রোজনামচা’ বইয়ে কত প্রকার জেলের কথা বলেছেন?
ক) ৩ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৬ প্রকার

১৪. মুজিব বর্ষের থিম সংয়ের গীতিকার কে?
ক) ড. কামাল আবদুল নাসের চৌধুরী
খ) আবদুস সোবহান চৌধুরী
গ) তাপস চৌধুরী
ঘ) এ আর রহমান

১৫. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়?
ক) ৮ সেপ্টেম্বর
খ) ৯ সেপ্টেম্বর
গ) ১০ সেপ্টেম্বর
ঘ) ১১ সেপ্টেম্বর

১৬. জি আই (GI) পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান কোনটি?
ক) WIPO
খ) WTO
গ) EU
ঘ) ICAO

১৭. ‘পঞ্চাশের মন্বন্তর’ কবে হয়?
ক) ১৯৪৩ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৮৫০ সালে
ঘ) ১৮৪৩ সালে

১৮. নায়িকা সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায় অবস্থিত?
ক) পাবনা
খ) সিরাজগঞ্জ
গ) বিক্রমপুর
ঘ) নাটোর

১৯. মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপটি কোথায় অবস্থিত?
ক) শ্রীলঙ্কা
খ) রাশিয়া
গ) চীন
ঘ) মঙ্গোলিয়া

২০. OTT–এর পূর্ণরূপ কী?
ক) Over The Top
খ) Over The Television
গ) Over The telephone
ঘ) Over The Time

আরও পড়ুন

২১. ‘সাঁওতাল রমণী’ চিত্রকর্মটি কার আঁকা?
ক) হাসেম খান
খ) কামরুল হাসান
গ) জয়নুল আবেদীন
ঘ) মোস্তফা মনোয়ার

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৬-এর উত্তর

১.গ ২.খ ৩.ক ৪.ক ৫.খ ৬.ক ৭.ক ৮.ক ৯.গ ১০.ক
১১.খ ১২.ক ১৩.ক ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.গ