সপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-৫

এআই জেনারেটেড ছবি

১. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কোন আদালত?

ক. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)

খ. আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)

গ. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)

ঘ. ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)

উত্তর: খ. আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)

২. ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহে নেতৃত্ব দেন কোন নেতা?

ক. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

খ. শেরেবাংলা এ কে ফজলুল হক

গ. মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ

ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

উত্তর: গ. মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ

৩. প্রথমবারের মতো কোন যুদ্ধক্ষেত্রে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধে) ব্যবহৃত আইসিবিএম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম কী?

ক. ওরেশনিক

খ. স্টর্ম শ্যাডো

গ. হিমার্স

ঘ. জিরকন

উত্তর: ক. ওরেশনিক

৪. বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ ‘The Prince’–এর লেখক কে?

ক. থমাস হবস

খ. জন লক

গ. ইমানুয়েল কান্ট

ঘ. নিকোলো ম্যাকিয়াভেলি

উত্তর: ঘ. নিকোলো ম্যাকিয়াভেলি

৫. বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে?

ক. আজিজ আহমদ ভূঞা

খ. আবুল ফজল মো. সানাউল্লাহ

গ. আবদুর রহমানেল মাসুদ

ঘ. এ এম এম নাসির উদ্দীন

উত্তর: ঘ. এ এম এম নাসির উদ্দীন

আরও পড়ুন

৬. প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কোন দেশ?

ক. সংযুক্ত আরব আমিরাত

খ. মিসর

গ. কাতার

ঘ. জর্ডান

উত্তর: খ. মিসর

৭. টেস্ট ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড কোন ব্যাটসম্যানের?

ক. বেন স্টোকস

খ. রোহিত শর্মা

গ. যশস্বী জয়সোয়াল

ঘ. অ্যাডাম গিলক্রিস্ট

উত্তর: গ. যশস্বী জয়সোয়াল

৮. কপ২৯: জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে বার্ষিক কী পরিমাণ আর্থিক সহায়তা লাভের প্রতিশ্রুতি মিলেছে?

ক. ৩০ হাজার কোটি ডলার

খ. ৫০ হাজার কোটি ডলার

গ. ১ লাখ কোটি ডলার

ঘ. ১ দশমিক ৫ লাখ কোটি ডলার

উত্তর: ক. ৩০ হাজার কোটি ডলার

৯. বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কোথায় অবস্থিত?

ক. রাফাহ, ফিলিস্তিন

খ. কুতুপালং, বাংলাদেশ

গ. গাজিয়ানটেপ, তুরস্ক

ঘ. ফ্রিডল্যান্ড, জার্মানি

উত্তর: খ. কুতুপালং, বাংলাদেশ

১০. পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা?

ক. পাথ অব ট্রুথ পার্টি

খ. পাকিস্তান ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট

গ. পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি

ঘ. পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)

উত্তর: ঘ. পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)

১১. বৌদ্ধধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীলা কোথায় অবস্থিত?

ক. ভারত

গ. নেপাল

গ. পাকিস্তান

ঘ. বাংলাদেশ

উত্তর: গ. পাকিস্তান

১২. প্যারিস অলিম্পিক ২০২৪–এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন কোন ক্রীড়াবিদ?

ক. সাগর ইসলাম

খ. ইমরানুর রহমান

গ. রবিউল ইসলাম

ঘ. সামিউল ইসলাম রাফি

উত্তর: ক. সাগর ইসলাম

আরও পড়ুন

১৩. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুসারে দারিদ্র্যের হার কত?

ক. ৭.৮%

খ. ১৮.৭%

গ. ১০.২%

ঘ. ১৯.৯%

উত্তর: খ. ১৮.৭%

১৪. নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ‘ব্রতী’–এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে?

ক. সৈয়দা রিজওয়ানা হাসান

খ. নূরজাহান বেগম

গ. শারমীন এস মুরশিদ

ঘ. ফরিদা আখতার

উত্তর: গ. শারমীন এস মুরশিদ

১৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?

ক. ৪১তম

খ. ৩৫তম

গ. ৪৫তম

ঘ. ৫২তম

উত্তর: ক. ৪১তম

১৬. মিয়ানমার জান্তা সরকারের প্রধান কে?

ক. সো উইন মং

খ. থান শ্বে

গ. অং সান সু চি

ঘ. মিন অং হ্লাইং

উত্তর: ঘ. মিন অং হ্লাইং

১৭. সামরিক জোট ন্যাটোর সর্বশেষ সদস্যরাষ্ট্র কোনটি?

ক. ফিনল্যান্ড

খ. সুইডেন

গ. লিথুনিয়া

ঘ. মন্টেনেগ্রো

উত্তর: খ. সুইডেন

১৮. ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী কোন দেশ?

ক. ভারত

খ. হংকং

গ. ভিয়েতনাম

ঘ. মেক্সিকো

উত্তর: গ. ভিয়েতনাম

১৯. অন্তর্বর্তীকালীন সরকারের ‘নারীবিষয়ক সংস্কার কমিশন’-এর প্রধান কে?

ক. শিরীন পারভীন হক

খ. শামীম আরা চৌধুরী

গ. তাহমিনা আহমেদ

ঘ. নাজনীন সুলতানা

উত্তর: ক. শিরীন পারভীন হক

২০. মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত ‘স্বাধীন বাংলা ফুটবল দল’-এর অধিনায়ক ছিলেন কে?

ক. খন্দকার এম নুরুন্নবী

খ. প্রতাপ শংকর হাজরা

গ. কাজী সালাউদ্দীন

ঘ. জাকারিয়া পিন্টু

উত্তর: ঘ. জাকারিয়া পিন্টু

গ্রান্থনা : নওশিন সাদিয়া

আরও পড়ুন