প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২

মডেল: রবিউল হাসান ও নাহিদা আহমেদ
ছবি: সাবিনা ইয়াসমিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন সময় প্রস্তুতি নেওয়ার। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের দ্বিতীয় পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালী, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর

১. ‘সুমাত্রা’ দ্বীপটি কোথায় অবস্থিত?
ক) বঙ্গোপসাগরে
খ) আরব সাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) প্রশান্ত মহাসাগরে

২. ‘ওয়াল স্ট্রিট’ কীসের জন্য বিখ্যাত?
ক) সংবাদপত্রের জন্য
খ) শেয়ারবাজারের জন্য
গ) ওষুধের জন্য বিখ্যাত
ঘ) ক্রিকেটের জন্য

৩. ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান করার গেজেট প্রকাশিত হয় কবে?
ক) ২ মার্চ ২০২২
খ) ৭ মার্চ ২০২২
গ) ১৭ মার্চ ২০২২
ঘ) ২৬ মার্চ ২০২২

আরও পড়ুন

৪. ঢাকা বিভাগে কয়টি জেলা?
ক) ১৭টি
খ) ১৫টি
গ) ১৪টি
ঘ) ১৩টি

৫. নিচের কোন ব্যক্তি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নন?
ক) কর্নেল শওকত আলী
খ) সার্জেন্ট জহুরুল হক
গ) ল্যান্স নায়েক আব্দুর রউফ
ঘ) শফিউর রহমান

৬. ‘বিশ্ব পরিবেশ দিবস’ কবে পালন করা হয়?
ক) ৫ এপ্রিল
খ) ৫ মে
গ) ৫ জুন
ঘ) ৫ জুলাই

৭. ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতিবিজড়িত জাদুঘর কোনটি?
ক) বঙ্গবন্ধু জাদুঘর
খ) বিজয় কেতন জাদুঘর
গ) বীরশ্রেষ্ঠ জাদুঘর
ঘ) ঢাকা সেনানিবাস জাদুঘর

৮. দক্ষ শিক্ষকের কী গুণ থাকা দরকার?
ক) শিক্ষার্থীদের কাজে ব্যস্ত রাখা
খ) বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করা
গ) শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হতে সহায়তা করা
ঘ) শ্রেণিকক্ষ শান্ত রাখা

আরও পড়ুন

৯. জার্মানি-ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কী?
ক) ওডের নিস লাইন
খ) সিগফ্রিড লাইন
গ) সনোরা লাইন
ঘ) ম্যাকনামারা লাইন

১০. ‘শিশুস্বর্গ’ নামে চিত্র অঙ্কন প্রতিষ্ঠান গড়ে তোলেন কে?
ক) এস এম সুলতান
খ) জয়নুল আবেদিন
গ) মোস্তফা মনোয়ার
ঘ) কামরুল হাসান

১১. ফ্লোরিকালচার কী?
ক) সবজিসংক্রান্ত
খ) ফুল চাষসংক্রান্ত
গ) ফল চাষসংক্রান্ত
ঘ) শসা চাষসংক্রান্ত

১২. বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণ যুগ বলা হয়?
ক) আলাউদ্দিন হোসেন শাহ
খ) ফখরুদ্দিন মোবারক শাহ
গ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
ঘ) গিয়াসউদ্দিন আজম শাহ

১৩. ১৯৭৩ সালে কয়টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়?
ক) ৩৬,১৬৫
খ) ৩০,১০০
গ) ৪০,০০০
ঘ) ৩৫,২০০

আরও পড়ুন

১৪. নাগোরনো-কারাবাখ যে দুইটি দেশের করিডর ছিল?
ক) আর্মোনিয়া-রুমানিয়া
খ) রোমানিয়া-আজারবাইজান
গ) আর্মোনিয়া-আজারবাইজান
ঘ) বসনিয়া-রোমানিয়া

১৫. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
ক) ৮ নম্বর
খ) ৯ নম্বর
গ) ৭ নম্বর
ঘ) ৬ নম্বর

১৬. মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে কবে?
ক) ২০১৫
খ) ২০১৬
গ) ২০১৭
ঘ) ২০১৮

১৭. কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে?
ক) ফ্রোয়েবল
খ) মন্টেসরি
গ) ডিউই
ঘ) পেস্তালৎসি

১৮. চাকমাদের বর্ষবরণের উৎসবের নাম কী?
ক) বৈসুক
খ) বিজু
গ) সাংগ্রাই
ঘ) বৈসাবি

আরও পড়ুন

১৯. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
ক) সেনেগাল
খ) মিসর
গ) নাইজেরিয়া
ঘ) সুদান

২০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল কত বছর?
ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২-এর উত্তর

১. গ। ২. খ। ৩. ক। ৪. ঘ। ৫. ঘ। ৬. গ। ৭. ক। ৮. খ। ৯. খ। ১০. ক। ১১. খ। ১২. ক। ১৩. ক। ১৪. গ। ১৫. ক। ১৬. খ। ১৭. ক। ১৮. খ। ১৯. ক। ২০. গ।