প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২১

মডেল: রিয়া ও ইয়াসফি
ছবি: খালেদ সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ২১তম পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন মো. আফজাল হোসেন

১. দৃষ্টিপ্রতিবন্ধীদের বোঝানোর জন্য ভাষার নাম কী?
ক. ইশারা ভাষা
খ. ব্রেইল ভাষা
গ. ধ্রুপদি ভাষা
ঘ. পালি ভাষা

২. বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কতটি?
ক. ৪৫টি
খ. ৪৮টি
গ. ৫০টি
ঘ. ৫৪টি

আরও পড়ুন

৩. নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. চ
খ. ঠ
গ. দ
ঘ. ব

৪. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
ক. শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ. শিরশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
গ. শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ. শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

৫. ‘লাফ > ফাল’ কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
ক. অভিশ্রুতি
খ. বিষমীভবন
গ. ধ্বনি বিপর্যয়
ঘ. স্বরলোপ

৬. ‘একতারা’কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. ফারসি
গ. তুর্কি
ঘ. সংস্কৃত

আরও পড়ুন

৭. ‘Gratuity’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
ক. পারিশ্রমিক
খ. পারিতোষিক
গ. আনুতোষিক
ঘ. মহার্ঘ

৮. ‘আমার পরিচয়’ কবিতাটি কার লেখা?
ক. সৈয়দ শামসুল হক
খ. নির্মলেন্দু গুণ
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. রফিক আজাদ

৯. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ক. তিরোভাব-তিরোধান
খ. অনুজ-অগ্রজ
গ. ঐহিক-পারত্রিক
ঘ. উর্বর-ঊষর

১০. নিচের কোন শব্দে মন্দ অর্থে ‘অপ’ উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. অপমান
খ. অপচয়
গ. অপকর্ম
ঘ. অপকার

আরও পড়ুন

১১. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ এটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. মহাপৃথিবী
খ. রূপসী বাংলা
গ. সাতটি তারার তিমির
ঘ. বনলতা সেন

১২. সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি?
ক. নৌ + ইক = নাবিক
খ. বিপদ্ + জনক = বিপজ্জনক
গ. মনঃ + কষ্ট = মনঃকষ্ট
ঘ. দিগ্ + অন্ত = দিগন্ত

১৩. বাংলা স্বরবর্ণের ওপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
ক. হ্রস্বস্বর
খ. দীর্ঘস্বর
গ. ব্যঞ্জনা
ঘ. অনুনাসিকতা

১৪. ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ কী?
ক. বাইরে পরিপাটি
খ. প্রচণ্ড উত্তেজনা
গ. অরাজকতা
ঘ. অলীক কল্পনা

আরও পড়ুন

১৫. ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’-এর এককথায় প্রকাশ কোনটি?
ক. অপরিণামদর্শী
খ. অবিমৃষ্যকারী
গ. সব্যসাচী
ঘ. অবিসংবাদিত

১৬. কাজী নজরুল ইসলাম ‘কান্ডারি হুঁশিয়ার’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. অগ্নিবীণা
খ. ফণিমনসা
গ. সর্বহারা
ঘ. ছায়ানট

১৭. ‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি সমাস
খ. উপপদ তৎপুরুষ সমাস
গ. অব্যয়ীভাব সমাস
ঘ. দ্বিগু সমাস

১৮. বাংলা সংখ্যা বর্ণ কতটি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ১০টি
ঘ. ১১টি

আরও পড়ুন

১৯. ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. পর্বত
খ. মেঘ
গ. ঢেউ
ঘ. সাগর

২০. স্বরান্ত অক্ষরকে কী বলে?
ক. একাক্ষর
খ. মুক্তাক্ষর
গ. বদ্ধাক্ষর
ঘ. যুক্তাক্ষর

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২১-এর উত্তর

১. খ। ২. গ। ৩. খ। ৪. ক। ৫. গ। ৬. খ। ৭. খ। ৮. ক। ৯. ক। ১০. গ।
১১. খ। ১২. ঘ। ১৩. ঘ। ১৪. ক। ১৫. খ। ১৬. গ। ১৭. খ। ১৮. গ। ১৯. গ। ২০. খ।

আরও পড়ুন