প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩৯

মডেল: মোনালিসা ও নাহিদাপ্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ৩৯তম পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।

১. ‘অঞ্চল’ শব্দের অর্থ শুধু ‘শাড়ির পাড়’ না বুঝিয়ে ‘এলাকা’ বোঝালে এখানে ঘটে অর্থের—
ক) সংকোচন
খ) প্রসার
গ) উন্নতি
ঘ) অবনতি

আরও পড়ুন

২. ‘১৯৫২ সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক, সালাম, বরকত, জব্বার “মাতৃভাষার জন্য” জীবন উৎসর্গ করেছিলেন।’—এখানে ‘মাতৃভাষার জন্য’ হলো—
ক) বিধেয়
খ) বিধেয়ের প্রসারক
গ) বিধেয়ের পূরক
ঘ) উদ্দেশ্যের প্রসারক

৩. যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে কী বলে?
ক) অপাদান কারক
খ) অধিকরণ কারক
গ) সম্বন্ধ কারক
ঘ) কর্মকারক

৪. কোনটিতে চ-এর প্রভাবে ‘ত’ হয়েছে ‘চ’?
ক) সমীচীন
খ) সঞ্চয়
গ) উচ্ছ্বাস
ঘ) চলচ্চিত্র

৫. নিচের কোনটি ধনাত্মক দ্বিত্ব?
ক) অঙ্ক-টঙ্ক
খ) আম-টাম
গ) ঘুম-ঘুম
ঘ) ঠুক ঠুক

আরও পড়ুন

৬. ‘গরহাজির’ শব্দে ‘গর’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) ছোটো
খ) বিপরীত
গ) নিম্ন
ঘ) ভিন্ন

৭. ‘জগতে কীর্তিমান হয় সাধনায়।’—এখানে ‘সাধনায়’ কোন কারকের উদাহরণ?
ক) কর্তৃকারক
খ) কর্মকারক
গ) করণ কারক
ঘ) অধিকরণ কারক

৮. কোনটি ‘অলক’ শব্দের প্রতিশব্দ?
ক) নন্দন
খ) তমসা
গ) চিকুর
ঘ) মেঘলা

৯. অন্যবাচক সর্বনাম কোনটি?
ক) সবার
খ) অমুক
গ) এই
ঘ) কিছু

আরও পড়ুন

১০. ‘ভ্রমরকৃষ্ণকেশ’ শব্দটি কোনো কর্মধারয় সমাসের উদাহরণ?
ক) মধ্যপদলোভী
খ) উপমান
গ) উপমিত
ঘ) রূপক

১১. কোন শব্দটিতে ব-ফলা উচ্চারণ হবে না?
ক) বিশ্ব
খ) নশ্বর
গ) আস্বাদন
ঘ) স্বাধীন

১২.‘সাহিত্যিক’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো—
ক) সাহিত্য+ষ্ণিক
খ) সাহিত্য+ইক
গ) সাহিত্য+ণিক
ঘ) সাহি+ত্যিক

১৩. ‘বড্ড শুকিয়ে গেছিস রে।’—এ বাগভঙ্গির সাহায্যে কী প্রকাশ পেয়েছে?
ক) বিস্ময়
খ) আদর
গ) হতাশা
ঘ) দুঃখ

১৪. ‘ত্বরিত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) দ্রুত
খ) শ্লথ
গ) গতি
ঘ) যান

১৫. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘পদ্মরাগ’ কোন ধরনের রচনা?
ক) গল্প
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) প্রবন্ধ

১৬. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
ক) আবদুল মান্নান সৈয়দ
খ) অমীয় চক্রবর্তী
গ) আল মাহমুদ
ঘ) শামসুর রাহমান

১৭. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক) মাত্রাবৃত্ত
খ) অক্ষরবৃত্ত
গ) স্বরবৃত্ত
ঘ) অমিত্রাক্ষর

আরও পড়ুন

১৮. অশুদ্ধ বানান কোনটি?
ক) মনোমোহন
খ) স্নেহাশিস
গ) নিক্কণ
ঘ) হীনম্মন্যতা

১৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’ গল্পের প্রধান চরিত্র কে?
ক) গফুর
খ) সুরেশ
গ) রাম
ঘ) মেজদিদি

২০. ‘জনৈক বঙ্গমহিলা’ কার ছদ্মনাম?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ) সুফিয়া কামাল
ঘ) কামিনী রায়

মডেল টেস্ট ৩৯-এর উত্তর
১.(খ), ২.(খ), ৩.(গ), ৪.(ঘ), ৫.(ঘ), ৬.(খ), ৭.(গ) ,৮.(গ), ৯.(খ), ১০.(খ),
১১.(ঘ), ১২.(ক), ১৩.(খ), ১৪.(খ), ১৫.(খ), ১৬.(ঘ), ১৭.(ক), ১৮.(গ), ১৯.(ক), ২০.(ঘ)।