১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের প্রথম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. ফেরেঙ্ক ক্রাউস, হাঙ্গেরি
খ. ইয়োন ফসে, নরওয়ে
গ. নার্গিস মোহাম্মদি, ইরান
ঘ. ক্লডিয়া গোল্ডিন, যুক্তরাষ্ট্র

২. সর্বপ্রথম কোন দেশে ‘মাঙ্কিপক্স’ ছড়ায়?
ক. কঙ্গো প্রজাতন্ত্র
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. থাইল্যান্ড

আরও পড়ুন

৩. ‘অধীনতামূলক মিত্রতা আইন’  প্রবর্তন করেন কে?
ক. লর্ড ডালহৌসি
খ. লর্ড কর্নওয়ালিশ
গ. লর্ড ওয়েলেসলি
ঘ. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

৪. বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইটির নামকরণ করেন কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. শেখ হাসিনা
গ. শেখ রেহানা
ঘ. শেখ ফজিলাতুন্নেছা

৫. হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কে?
ক. জেহা হাদিদ
খ. রোহানি বাহারিন
গ. তাসলিহা মওলান
ঘ. মেরিনা তাবাসসুম

৬. কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
ক. এলেন গিনেসবার্গ
খ. ডব্লিউ এস ওডারল্যান্ড
গ. জর্জ হ্যারিসন
ঘ. সাইমন ড্রিং

আরও পড়ুন

৭. ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ কবে পালিত হয়?
ক. ১২ জানুয়ারি
খ. ২২ অক্টোবর
গ. ২৩ সেপ্টেম্বর
ঘ. ২৪ ফেব্রুয়ারি

৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে  ‘কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না।’—এ কথাটি বর্ণিত আছে?
ক. ২২ (১)
খ. ২০ (২)
গ. ২৩ (১)
ঘ. ২৪ (২)

৯. কোন রেখার কারণে বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে?
ক. নিরক্ষরেখা
খ. বিষুবরেখা
গ. মকরক্রান্তি
ঘ. কর্কটক্রান্তি

১০. ১৯৭৩ সালে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে কয়টি আসন লাভ করে?
ক. ২৯৩
খ. ২৯৫
গ. ২৯৭
ঘ. ২৯৮

আরও পড়ুন

১১. বাংলাদেশ থেকে রপ্তানিকৃত জাহাজ ‘স্টেলা মেরিস’- এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
ক. খুলনা শিপইয়ার্ড
খ. কর্ণফুলী শিপইয়ার্ড
গ. টি.কে শিপইয়ার্ড
ঘ. আনন্দ শিপইয়ার্ড

১২. পানিতে আংশিক ডুবানো লাঠি বাঁকা দেখা যায় কেন?
ক. আলোর প্রতিসরণের জন্য
খ. অভিলম্বের জন্য
গ. আলোর প্রতিফলনের জন্য
ঘ. আপতনের জন্য

১৩. ‘টাঙ্গুয়ার হাওর’ কোথায় অবস্থিত?
ক. সুনামগঞ্জ
খ. মৌলভীবাজার
গ. হবিগঞ্জ
ঘ. মুন্সীগঞ্জ

১৪. ‘Geopolitics’ তত্বের প্রবক্তা কে?
ক. অটোভন বিসমার্ক
খ. রুডলফ জিলান
গ. থমাস অ্যাডামস
ঘ. মিখাইল গর্ভাচেভ

আরও পড়ুন

১৫. Wi-Fi–এর জনক কে?
ক. রিচার্ড ফাইনম্যান
খ. ডগলাস এঞ্জেলবাট
গ. কেভিন সিস্ট্রোম
ঘ. ভিক্টর ভিক হেরেস

১৬. বাদামে কোনটি পাওয়া যায়?
ক. গ্লুকোজ
খ. শ্বেতসার
গ. হ সেলুলোজ
ঘ. ফ্রুকটোজ

১৭. নিম্নবর্ণিত কোনটির সাথে 3R (Reduce, Reuse, Recycle) সম্পর্কযুক্ত?
ক. শিল্প বর্জ্য অপসারণ
খ. কারখানার বিষাক্ত গ্যাস হ্রাস
গ. নদী দূষণ  হ্রাস
ঘ. যানবাহনের বিষাক্ত গ্যাস হ্রাস

১৮. GPRS–এর পূর্ণরূপ কি?
ক. Global Protect Radiation Service
খ. General Packet Radio Service
গ. Global Package Remission
ঘ. General Preference Radio System

আরও পড়ুন

১৯. ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসামের গভর্নর নিযুক্ত হন কে?
ক. ব্যামফিল্ড ফুলার
খ. ওয়ারেন হেস্টিংস
গ. ফ্রেডরিক বারোজ
ঘ. সাইরিল র‌্যাডক্লিফ

২০. ‘Global Terrorism Index 2023’ অনুসারে বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র কোনটি?
ক. আফগানিস্তান
খ. ফ্রান্স
গ. ইরাক
ঘ. রাশিয়া

মডেল টেস্ট-১ এর উত্তর

১. গ। ২. ক। ৩. গ। ৪. গ। ৫. খ। ৬. ঘ। ৭. খ। ৮. খ। ৯. ঘ। ১০. ক।
১১. ঘ। ১২. ক। ১৩. ক। ১৪. খ। ১৫. ঘ। ১৬. গ। ১৭. ক। ১৮. খ। ১৯. ক। ২০. ক।