গ্লোবাল পজিশনিং সিস্টেম কি ও কেন

‘বিশ্বজনীন অবস্থান নির্ণায়ক ব্যবস্থা’ বাংলায় শুনতে বেশ একটু খটোমটো লাগছে! কিন্তু GPS (Global Positioning System)! এবার ঠিক আছে, তাই না! অচেনা কোথাও গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছেন কিংবা পাঠাও-উবার প্রভৃতিতে আধুনিক সেবা গ্রহণ করবেন, অথবা অনলাইনে খাবার অর্ডার করলেন, আর ঠিক আপনার ঠিকনায় চলে এল খাবার; এই সবই প্রযুক্তির এই দারুণ আবিষ্কার তথা জিপিএসের অবদান।

কৃত্রিম উপগ্রহভিত্তিক এই যোগাযোগব্যবস্থাটি মানচিত্র গঠন, পঠন ও ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি। কোনো নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা, দূরত্ব প্রভৃতি অবস্থানগত তথ্য যথাযথভাবে তুলে ধরে জিপিএস। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ গত শতকের ৭০–এর দশকে আবিষ্কার করে এটি। শুরুতে কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এর রয়েছে বহুমুখী ব্যবহার। বস্তুত জিপিএস ছাড়া আধুনিক বিশ্ব ভাবা যায় না।

GIS (Geographic Information System)

জিআইএস তথা ভৌগোলিক তথ্যব্যবস্থা মূলত একটি সফটওয়্যার বিশেষ। কম্পিউটারের মাধ্যমে ভূপৃষ্ঠ ও ভূ-অভ্যন্তরস্থ সবকিছুর তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং ব্যবহারোপযোগী করে উপস্থাপন করার ক্ষেত্রে এটি অদ্বিতীয় ব্যবস্থা। প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নগর ও গ্রামীণ পরিকল্পনা, বনায়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনা, পানিসম্পদ ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি পরিকল্পনা ও উন্নয়ন, সেচ ব্যবস্থাপনা, প্রকল্পের স্থান নির্বাচন, সিভিল ইঞ্জিনিয়ারিং, জনসংখ্যা জরিপ, শিল্পায়ন, টেলিযোগাযোগ, ট্রাফিক ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা ও সামরিক ব্যবস্থাপনা, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে জিআইএসের ব্যবহার অপরিহার্য। বস্তুত, পরিকল্পিত, টেকসই, উন্নত দেশ বা শহর নিশ্চিতকরণে জিআইএস ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

১৯৬৩-৬৪ সালে কানাডার Agriculture Rehabilitation and Development Agency প্রথম জিআইএস ব্যবহার শুরু করে। ১৯৯১ সালে ইসপান (Irrigation Support Project for Asia and the Near East) ফ্লাড অ্যাকশন প্ল্যান-১৯ (ফ্যাপ-১৯) প্রকল্পে সর্বপ্রথম বাংলাদেশে জিআইএস ব্যবহার করে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন :

১। জিপিএসের (GPS) পূর্ণরূপ কী?

উত্তর: Global Positioning System।

প্রশ্ন :

২। কোনো নির্দিষ্ট স্থান নির্ণয়ের সবচেয়ে কার্যকর মাধ্যম কী?

উত্তর: জিপিএস।

প্রশ্ন :

৩। মানচিত্র তৈরি, পঠন ও ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি কোনটি?

উত্তর: জিপিএস।

প্রশ্ন :

৪। কোন প্রযুক্তির মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা, দূরত্ব প্রভৃতি নির্ণয় করা যায়?

উত্তর: জিপিএস।

প্রশ্ন :

৫। জিপিএস আবিষ্কারের সঙ্গে কোন নামটি জড়িত?

উত্তর: মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

প্রশ্ন :

৬। GIS–এর পূর্ণরূপ কী?

উত্তর: Geographic Information System।

প্রশ্ন :

৭। জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) কী?

উত্তর: ভূখণ্ড–সম্পর্কিত উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের জন্য গৃহীত প্রযুক্তি।

প্রশ্ন :

৮। জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) প্রযুক্তির প্রচলন করে কোন দেশ?

উত্তর: কানাডা।

প্রশ্ন :

৯। বাংলাদেশে প্রথম জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) প্রযুক্তি ব্যবহার শুরু হয় কত সালে?

উত্তর: ১৯৯১ সালে।

প্রশ্ন :

১০। ভূপৃষ্ঠের কোনো স্থান–সম্পর্কিত উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের জন্য গৃহীত প্রযুক্তি কোনটি?

উত্তর: জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম)।

  • চাকরির বিভিন্ন পরামর্শের জন্য মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা’ পড়ুন।