নতুন সুপারিশেও যোগ দিতে না পারা শিক্ষকদের আবেদন ১৫ মার্চের মধ্যে

এনটিআরসিএ

নিয়োগ সুপারিশ পেয়েও এমপিওবঞ্চিত ১ হাজার ২৮৪ জনকে নতুন করে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কিন্তু নতুন সুপারিশ পেয়েও অনেকে আবারও শূন্যপদের ভুল তথ্যের জন্য যোগ দিতে পারছেন না। নতুন করে নিজ স্থায়ী ঠিকানার কাছের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সুপারিশ পেয়েও যাঁরা যোগ দিতে পারেননি, তাদের ১৫ মার্চের মধ্যে আবেদন করতে বলেছে এনটিআরসিএ। এ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

এনটিআরসিএ বলছে, যাঁরা ইতিমধ্যে যোগ দিতে না পেরে এনটিআরসিএতে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ১৫ মার্চের পর কোনো আবেদন করার সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

গত ১৭ ফেব্রুয়ারি এমপিওবঞ্চিত ১ হাজার ২৮৪ শিক্ষককে নতুন করে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করে এনটিআরসিএ। যদিও অনেক প্রার্থী বলছেন, নতুন করে সুপারিশ পেয়েও তাঁরা বিপাকে পড়েছেন। কারণ, যে পদে তাঁদের সুপারিশ করা হয়েছে সে পদের ভুল তথ্যের জন্য তাঁরা এমপিওভুক্ত হতে পারবেন না। এ ধরনের সমস্যায় পড়া কয়েকজন প্রার্থী ইতিমধ্যে এনটিআরসিএতে আবেদন করেছেন। এ পরিস্থিতিতে প্রার্থীদের আবেদন করার আহ্বানর জানাল এনটিআরসিএ।