বিসিএস প্রস্তুতির মডেল টেস্ট–১

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম ও ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার হবে ১৯ মার্চে। আর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪২তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা। এই দুই পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন তাদের জন্য প্রিলিমিনারীর প্রস্তুতি শুরু হচ্ছে প্রথম আলো অনলাইনে

বৈশ্বিক মহামারির এ সময়ে অর্থনীতির মন্দাবস্থার সঙ্গে সঙ্গে সংগত কারণেই চাকরির বাজারেও দেখা যাচ্ছে কঠিন একটি সময়। চাকরিসন্ধানীদের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন যাঁরা মাত্র স্নাতক শেষ করে চাকরি খুঁজছেন, অথবা যাঁরা অচিরেই স্নাতক শেষ করে চাকরি খোঁজা শুরু করবেন। এই সময়ে চাকরির বাজারে নবীন হিসেবে তাই নিতে হবে বাড়তি প্রস্তুতি, যা আপনাকে গড়ে তুলবে অনেকের মধ্যে প্রত্যাশিত একজন হিসেবে। আজ বিসিএস প্রিলিমিনারীর প্রস্তুতির জন্য নমুনা প্রশ্ন থাকল।

১. নিচের কোনটি সর্বনাম?
ক. রফিক খ. কী গ. বালক ঘ. এবং
২. কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
ক. সতিন খ. বিধবা গ. সপত্নী ঘ. বিপত্নী
৩. ‘নিষ্ঠা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. নিস্+ঠা খ. নিঃ+ঠা গ. নিঃ+ষ্ঠা ঘ. কোনোটিই নয়।
৪. ‘নিদাখ; শব্দে ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষ খ. নিশ্চয় গ. আতিশয্য ঘ. সম্যক
৫. ‘সচিব’ কোন ধরনের শব্দ?
ক. পারিভাষিক খ. মিশ্র গ. তত্সম ঘ. তদ্ভব
৬. ‘পেলব’ শব্দের অর্থ কী?
ক. প্রকাণ্ড খ. পালক গ. খেলা ঘ. কোমল
৭. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস?
ক. নিত্য সমাস খ. মধ্যপদলোপী কর্মধারয় গ. ষষ্ঠী তত্পুরুষ ঘ. নিমিত্তার্থে চতুর্থী
৮. কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়?
ক. রজনীকান্ত খ. ইন্দু গ. দিনেশ ঘ. সবিতা
৯. বাবুর্চি কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি গ. তুর্কি ঘ. বাংলা
১০. ‘ব্রাত্য’ শব্দের সমার্থক-
ক. পতিত খ. ব্যত্যয় গ. ব্যৃহ ঘ. ব্রত
১১. নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
ক. শিরচ্ছেদ খ. শিরশ্ছেদ গ. শিরোশ্ছেদ ঘ. শিরঃছেদ
১২. ‘সন্ধ্যা’ শব্দের বিশেষণ কোনটি?
ক. সাঁঝ খ. সন্ধা গ. সান্ধ্য  ঘ. সন্দা
১৩. ‘অনন্ত’ শব্দের ‘বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অসীম খ. অকুল গ. সীমাহীন ঘ. সান্ত
১৪. ‘অতি দর্পে হত লঙ্কা’ কোন ধরনের বাক্য?
ক. প্রচলিত খ. ধর্মকথা গ. খনার বচন ঘ. প্রবাদ
১৫. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরামচিহ্ন বসবে?
ক. সেমিকোলন খ. কোলন গ. হাইফেন ঘ. কমা
১৬. ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. কাজী নজরুল ইসলাম খ. বুদ্ধদেব বসু গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. মহাদেব সাহা।
১৭. ‘বাংলার ইতিহাস’ গ্রন্থটি কার রচনা?
ক. ড. নিলীমা ইব্রাহীম খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ গ. রমেশচন্দ্র মজুমদার ঘ. মুহম্মদ আবদুল হাই
১৮. কোনটি কাব্যগ্রন্থ?
ক. শেষের কবিতা খ. শেষ লেখা গ. শেষের পরিচয় ঘ. শেষ প্রশ্ন
১৯. বাউল গানের বিশেষত্ব কী?
ক. মরমিবাদ খ. মারফাত গ. অধ্যাত্মবিষয়ক ঘ. প্রেমবিষয়ক
২০. কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়?
ক. মাটির কান্না খ. মাটির মায়া গ. হাসু ঘ. এক পয়সার বাঁশি
২১. ‘চাঁদের অমাবস্যা’ কোন শ্রেণির উপন্যাস?
ক. রূপক খ. সামাজিক গ. মনঃসমীক্ষামূলক ঘ. আত্মজীবনীমূলক
২২. ‘আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন’ কোন কবির উক্তি?
ক. সুকান্ত ভট্টাচার্য খ. সমর সেন গ. জসীমউদ্দীন ঘ. আল মাহমুদ
২৩. শুদ্ধ রূপ কোনটি?
ক. সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান খ. সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান গ. সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘ. সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
২৪. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়-এর কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?
ক. শ্রীকান্ত খ. গৃহদাহ গ. শেষ প্রশ্ন ঘ. পল্লীসমাজ
২৫. ‘রূপজালাল’ গ্রন্থটি কার লেখা?
ক. বেগম রোকেয়া খ. রাবেয়া খাতুন গ. নুরুন্নেসা খাতুন ঘ. নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী

২৬. ‘Song offerings’ প্রকাশিত হয়-
ক. ভারত থেকে খ. ঢাকা থেকে গ. ইংল্যান্ড থেকে ঘ. আমেরিকা থেকে
২৭. ‘মাগো ওরা বলে’ কবিতাটি কার লেখা?
ক. সৈয়দ শামসুল হক খ. শামসুর রহমান গ. আল মাহমুদ ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
২৮. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
ক. নিমতা গ্রাম খ. দেবানন্দপুর গ্রাম গ. করিমগঞ্জ ঘ. গেধিয়া গ্রাম
২৯. বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. মীর মশাররফ হোসেন গ. দীনবন্ধু মিত্র ঘ. মুনীর চৌধুরী
৩০. শামসুর রহমানের আত্মজীবনী-
ক. হৃদয়ে আমার পৃথিবীর আলো খ. নিজ বাসভূমে গ. বন্দী শিবির থেকে ঘ. কালের ধুলোয় লেখা
৩১. নারীজীবনের দুর্বিষহ অভিজ্ঞতা এবং সমাজের বাস্তব চিত্র-কোন উপন্যাসে ফুটে উঠেছে?
ক. মৃত্যুক্ষুধা খ. কুহেলিকা গ. বাঁধন-হারা ঘ. গোরা
৩২. চর্যাপদের কোন কবি ত্রিপুরার রাজা ছিলেন?
ক. আর্যদেবপা খ. সরহপা গ. ডোম্বীপা ঘ. শান্তিপা
৩৩. মঙ্গলকাব্যে ‘চৌত্রিশা’ বলতে বোঝায়-
ক. চৌত্রিশজন কবি রচিত রচনা খ. চৌত্রিশ অক্ষরে রচিত রচনা গ. চৈত্র মাসে রচিত রচনা ঘ. চৌত্রিশ সনে রচিত রচনা
৩৪. বাংলাদেশে গীতিকা সাহিত্যে কত ধরনের গীতিকা প্রচলিত?
ক. দুই ধরনের খ. তিন ধরনের গ. চার ধরনের ঘ. পাঁচ ধরনের
৩৫. ‘ক্রান্তি’ পত্রিকাটি প্রকাশিত হয়-
ক. ১৯৩৯ সালে খ. ১৯৪০ সালে গ. ১৯৪৯ সালে ঘ. ১৯৫৭ সালে
৩৬. Fear of the Police made the thief ... away.
ক. run খ. ran গ. to run ঘ. running
৩৭. ‘Modus operandi’ means-
ক. opera song খ. suitable object গ. failed operation ঘ. method of operation.
৩৮. Which one is in feminine form?
ক. Deer খ. bull গ. Horse ঘ. Doe
৩৯. The active form of ‘let it be done’ is-
ক. Let Me do it খ. I have done it গ. Do it ঘ. It is done by me.
৪০. Dark: light: Cold:-
ক. Hot খ. heat গ. Sunshine ঘ. bright
৪১. The word ‘senile’ is related to-
ক. Old age খ. senses গ. superiority ঘ. seniority
৪২. Which one means ‘unlimited power’?
ক. Omnipresent খ. omniscient গ. omnipotent ঘ. omnibus
৪৩. Single word for ‘the woman who is not married’ is-
ক. virgin খ. non-married গ. bachelor ঘ. spinster
৪৪. Idiom ‘silver lining’ means-
ক. hope খ. while line গ. white colour ঘ. silver plated
৪৫. Which one is in singular form?
ক. agendus খ. agenda গ. agendum ঘ. agendae
৪৬. Which one is in abstract sense?
ক. Brat খ. Tower গ. Monument ঘ. Passion
৪৭. Select a preposition to fill in the gap: He is leanign ... the wall.
ক. Which খ. upon গ. to ঘ. against
৪৮. Which is the correet sentence?
ক. Jane was angry at me.
খ. Jane was angry upon me.
M. Jane was angry with me.
ঘ. Jane was angry over me.
৪৯. ‘Shortly’ mean-
ক.Short খ. Soon গ. Small sized ঘ. Similar

নিয়োগ পরীক্ষায় প্রস্তুতি ভালো থাকলে সাফল্য আসবেই
ছবি: প্রথম আলো

৫০. The study of religion is-
ক. Morphology খ. Phonology গ. Etymology ঘ. Theology
৫১. Antonym of the word ‘meticulous’ is-
ক. Ordinary খ. careful গ. careless ঘ. meritorious
৫২. I saw a ... of cows in the field.
ক. Group খ. herd গ. swarm ঘ. flock
৫৩. What is the synonym of the word ‘ingredient’?
ক. Attract খ. communicate গ. element ঘ. concentration
54. Select the correct spelling-
ক. coffee খ. cafeteria গ. cigarette ঘ. catagory
55. He can go where he wants. The underlined clause is a/an-
ক. Main clause খ. Noun clause গ. Adjective clause ঘ. Adverbial clause
৫৬. ‘If winter comes, can spring be far behind’ was written by-
ক. P. B. Shelley খ. S. T. Coleridge গ. John Donne ঘ. Alfred Tennyson
৫৭. Which was the oldest period in English literature?
ক. Anglo Saxon খ. Anglo Norman গ. Chucers period ঘ. Romantic Period
৫৮. Who is the composer of ‘paradise lost’?
ক. John keats খ. John Milton গ. Lord Byron ঘ. S. T. Coleridge
৫৯. ‘The Good Earth’ deals with-
ক. Irish life খ. Bengali life গ. chinese life ঘ. English life
৬০. John keats belongs to-
ক. Seventeenth Century খ. Eighteenth Century গ. Twentieth century ঘ. Nineteenth century
৬১. ‘Helen of Troy’ was the wife of-
ক. Agamemnon খ. Achilles গ. Menelaus ঘ. Ulysses
৬২. Shakespeare's ‘king Lear’ is a-
ক. Satire খ. Comedy গ. Tragedy ঘ. play
৬৩. Who is out of the same age?
ক. Keats খ. Shelley গ. Byron ঘ. Browning
৬৪. ‘Dramatic monologue’ is used in-
ক. Drama খ. short story গ. Novel ঘ. Poetry
৬৫. ‘Elizabethan tragedy’ is centered on-
ক. Nature খ. war গ. Love ঘ. Revenge
৬৬. Climax of a literary work indicates-
ক. the beginning খ. the end গ. The peak point ঘ. the invocation
৬৭. Which one of the following is the first long poem in English?
ক. The wanderer খ. Beowulf. গ The Seafarer ঘ. Dream of the road
৬৮. ‘Houyhnhnms’ in Guliver’s Travels are-
ক. Horses খ. Cows গ. Asses ঘ. Elephants
৬৯. Charles Dickens is a great-
ক. poet খ. critic গ. novelist ঘ. play-wright

৭০. ‘Knowledge is power’ was stated by-
ক. Hobbes খ. Mills গ. Socrates ঘ. Rousseau
৭১. 2 x+2 হলে 5 5x-2-এর মান কত? (x+2) উপরে হবে
ক. 3 খ. 2 গ. 1 ঘ. 0
৭২. 6a2+a-15-এর একটি উত্পাদক নিচের কোনটি? a2 উপরে হবে
ক. (2a-3) খ. (2a+3) গ. (a-3) ঘ. (3a+2)
৭৩. যে চর্তুভুজের মাত্র দুটি বাহু সমান্তরাল তাকে বলা হয়-
ক. ট্রাপিজিয়াম খ. রম্বস গ. আয়তক্ষেত্র ঘ. সামন্তরিক
৭৪. ৫ থেকে ৪৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
ক. ৭৬০ খ. ৭৬১ গ. ৮৬০ ঘ. ৮৬১
৭৫. যদি P এবং Q দুটি অযুগ্ম সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম সংখ্যা হবে?
ক. P+Q খ. P+Q+1 গ. PQ ঘ. PQ+2
৭৬. একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকের আয়তন বৃদ্ধি পাবে-
ক. ২ গুণ খ. ৪ গুণ গ. ৮ গুণ ঘ. ১০ গুণ
৭৭. a+b=7 এবং b=a-3 হয়; তবে ab কত? (রুট ৭ হবে) এবং রুট ৩ হবে
ক. 21 খ. 2 গ. 1 ঘ. 2-10
78. (1000) x/3=10 হলে x-এর মান কত?
ক.1 খ. 2 গ. 3 ঘ.10
৭৯. M ও N বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?
ক. mn খ. mn+1 গ. mn+2 ঘ. mn+4
৮০. ৭০ থেকে ৮০-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
ক. ৩টি খ. ৫টি গ. ৭টি ঘ. ২টি
৮১. ABCD রম্বসের <A=৬০ হলে <D= কত? (৬০ এর ওপর ডিগ্রি হবে)
ক. ৩০ খ. ৯০ গ. ১২০ ঘ. ১৫০ এগুলোর উপর ডিগ্রি হবে
৮২. a-b সমান কত-
ক. (a+b)2 খ. (a+b)2 -4ab গ. 2/1(2ab) ঘ. (a-b) 2+2ab (এই দুটির ওপর রুট হবে)
৮৩. দুটি সংখ্যার অনুপাত ৫: ৩ হয়। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
ক. ৭ ও ১১ খ. ১২ ও ১৮ গ. ১০ ও ২৪ ঘ. ১০ ও ১৬
৮৪. দুটি ধনাত্মক সংখ্যার বর্গের অন্তর ৮, গুণফল ৩, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত?
ক. ১০ খ. ১২ গ. ২৪ ঘ. ২৫
৮৫. একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১০০০ গজ হলে এর দৈর্ঘ্য কত গজ?
ক. ২৫০ খ. ৩৫০ গ. ৪০০ ঘ. ৫০০
৮৬. চাকরি পাওয়ার সম্ভাবনা ৪/৫ হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত?
ক. ১/৫ খ. ২/৫ গ. ৩/৫ ঘ. ৪/৫
৮৭. সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী?
ক. বাবা খ. মা গ. বাবা-মা উভয়ই ঘ. কেউই নয়।
৮৮. বড় সংখ্যাটি কত?
ক. 2(x+2) খ. 2x গ. x+2 ঘ. 2x+1
৮৯. নিচের কোনটি ৫১৭ ৪৯-এর মান হবে?
ক. ২×১০১৫ খ. ২×১০১৭ গ. ২×১০১৯ ঘ. ২×১০২
৯০. ২, ৬, ১০, ১৪, ... ধারাটির ৭ম পদ কত?
ক. ২২ খ. ২৬ গ. ২৮ ঘ. ৩০
৯১. কোনটি স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন?
ক. ম খ. ল গ. শ ঘ. হ
৯২. 'অমরা' শব্দের অর্থ কী?
ক. নরক খ. বনবাস গ. স্বর্গ ঘ. জীবন্মৃত
৯৩. If ZEBRA can be written as 2652181 how can COBRA be written?
ক. 302181 খ. 3152181 গ. 31822151 ঘ.118253
৯৪. জাতীয় সংসদ ভবনে দর্শকের আসন কয়টি?
ক. ৪৮০টি খ. ৪৩০টি গ. ৩৫০টি ঘ. ৮০টি
৯৫. মূর্খেরা লাভ করে উন্নতি, যোগ্য ব্যক্তিরা লাভ করে ...
ক. সম্মান খ. প্রতিপত্তি গ. গৌরব ঘ. সম্পদ
৯৬. ২০২০ সালটি অধিবর্ষ (Leap year) এবং এ সালের প্রথম দিনটি শনিবার হলে ৩০ ডিসেম্বর তারিখটি কী বার হবে?
ক. বৃহস্পতিবার খ. শুক্রবার গ. শনিবার ঘ. রোববার
৯৭. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ৭ খ. ৮ গ. ৯ ঘ. ১০
৯৮. বিসিএস ভাইভা বোর্ডে একটি বিষয়ে আপনার মতামতের বিপরীত মত পোষণ করলেন একজন বোর্ড সদস্য। তখন আপনি-
ক. তর্ক শুরু করে দেবেন খ. ওই সদস্যের ভুল ধরিয়ে দেবেন গ. নিজের মতের পক্ষে অকাট্য যুক্তি দেখাবেন ঘ. ওই সদস্যের মত নির্বিচারে মেনে নেবেন।
৯৯. Concept: Broad: Definition
ক. Precise খ. Descriptive গ. Narrow ঘ. Superlative
১০০. Insert the mission Letter. A E I M?
ক. Q খ. R গ. S ঘ. Y
১০১. বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের একটি বড় অংশ-
ক. সেমাটিড খ. ককেশীয় গ. মঙ্গোলয়েড ঘ. অস্ট্রোলয়েড
১০২. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কী?
ক. রাঢ় খ. বঙ্গ গ. হরিকেল ঘ. গৌড়
১০৩. ‘শীলাদেবীর ঘাট’ কোথায় অবস্থিত?
ক. ময়নামতি খ. বগুড়া গ. সোনারগাঁ ঘ. বান্দরবান
১০৪. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয়-
ক. গোয়ায় খ. ইয়াঙ্গুন গ. আন্দামানে ঘ. থাইল্যান্ডে
১০৫. বাংলাদেশ কোন সালে CTBT অনুমোদন করে?
ক. ১৯৯৯ খ. ২০০০ গ. ২০০১ ঘ. ২০০২
১০৬. ‘সম্মিলিত প্রয়াস; বলতে বোঝায়-
ক. জাতীয় সংসদ খ. জাতীয় জাদুঘর গ. শহীদ মিনার ঘ. জাতীয় স্মৃতিসৌধ
১০৭. সড়কপথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব-
ক. ৩৪৬ কিমি. খ. ৪৭৫ কিমি. গ. ৪৯৫ কিমি. ঘ. ৫৭৫ কিমি.
১০৮. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন?
ক. র‍্যাডক্লিক খ. কামরুল হাসান গ. জেমস রেনেল ঘ. শিব নারায়ণ
১০৯. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
ক. ১৬ বার খ. ১৪ বার গ. ১৭ বার ঘ. ১৮ বার
১১০. মানব উন্নয়ন সূচক ২০১৯ অনুযায়ী বাংলাদেশের অবস্থান-
ক. ১৩৪তম খ. ১৩৫ গ. ১৩৬তম ঘ. ১৩৭তম
১১১. ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে-
ক. ২-৮ জানুয়ারি ২০২১ খ. ২-৮ মার্চ ২০২১ গ. ২১-২৮ জানুয়ারি ২০২২ ঘ. ২১-২৮ মার্চ ২০২২
১১২. ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে-
ক. ৭.১৫% খ. ৭.৩৫% গ. ৮.১৫% ঘ. ৮.৩৫%
১১৩. বাংলাদেশের মন্ত্রিপরিষদের কতভাগ সদস্য টেকনোক্রাট হতে পারেন?
ক. এক-দশমাংশ খ. এক শতাংশ গ. দুই-দশমাংশ ঘ. দুই শতাংশ
১১৪. ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত?
ক. বাংলা একাডেমি খ. ঢাকা বিশ্ববিদ্যালয় গ. শিশু একাডেমি ঘ. শিল্পকলা একাডেমি
১১৫. ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম কী?
ক. উত্তরাধিকার খ. দিশারী গ. ষাণ্মাসিক ঘ. কারাবার্তা
১১৬. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র-আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের-
ক. ১০ জানুয়ারি খ. ২৬ মার্চ গ. ১০ এপ্রিল ঘ. ১৭ এপ্রিল

বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি হোক এখন থেকেই
ফাইল ছবি

১১৭. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘চলাফেরার স্বাধীনতার’ কথা বলা হয়েছে?
ক. ৩৯ খ. ৩৮ গ. ৩৭ ঘ. ৩৬
১১৮. মুজিব বর্ষ উদ্যাপনের ক্ষণগণনা শুরু হয়-
ক. ১ জানুয়ারি ২০২০ খ. ১০ জানুয়ারি ২০২০ গ. ১১ জানুয়ারি ২০২০ ঘ. ২১ ফেব্রুয়ারি ২০২০
১১৯. বাংলাদেশের পেঁয়াজের ভান্ডার বলে খ্যাত-
ক. রূপগঞ্জ, নারায়ণগঞ্জ খ. কোট চাঁদপুর, যশোর গ. সাঁথিয়া, পাবনা ঘ. রায়গঞ্জ, সিরাগঞ্জ।
১২০. ‘কঠিন চীবরদান’ কোন ধর্মের উত্সব?
ক. জেন খ. বৌদ্ধ গ. হিন্দু ঘ. ইহুদি
১২১.কোন আরব দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?
ক. সৌদি আরব খ. সিরিয়া গ. জর্ডান ঘ. ইরাক
১২২. ৭ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুর ভাষণের মূল বিষয় ছিল কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৭টি ঘ. ৮টি
১২৩. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কী?
ক. এমভি মধুমতি খ. এমভি বঙ্গবন্ধু গ. এমভি বাঙালি ঘ. এমভি বাংলাদেশি
১২৪. শালবন বিহার কোন রাজবংশের কীর্তি?
ক. পাল খ. চন্দ্র গ. দেব ঘ. সেন
১২৫. বঙ্গভঙ্গ করেন-
ক. লর্ড হার্ডিঞ্জ খ. লর্ড কার্জন গ. লর্ড ক্যানিং ঘ. লর্ড মাউন্টব্যাটেন
১২৬. বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কবে?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৪ সালে গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭৬ সালে
১২৭. জাতীয় প্রেসক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে গ. ১৯৭২ সালে ঘ. ১৯৮১ সালে
১২৮. বাংলাদেশের কোন খেলোয়ার টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেন?
ক. সাকিব আল হাসান খ. মুশফিকুর রহিম গ. তামিম ইকবাল ঘ. মাহমুদউল্লাহ
১২৯. বাংলাদেশে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে কোথায়?
ক. রাজশাহী খ. সিলেট গ. চট্টগ্রাম ঘ. বরিশাল
১৩০. বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
ক. ঝালকাঠি খ. ঢাকা গ. চট্টগ্রাম ঘ. ফেনী
১৩১. SIPRI কোন দেশভিত্তিক শান্তি গবেষণা সংস্থা?
ক. সুইডেন খ. ভারত গ. জাপান ঘ. সুইজারল্যান্ড
১৩২. জাতিসংঘ-ঘোষিত শান্তি দিবস পালিত হয়-
ক. ১ জানুয়ারি খ. ২৪ অক্টোবর গ. ৫ জুন ঘ. ২১ সেপ্টেম্বর
১৩৩. দোজাংখা কোন দেশের ভাষা?
ক. ভুটান খ. নেপাল গ. খানা ঘ. কম্বোডিয়া
১৩৪. মিয়ানমারের সীমান্তবর্তী দেশ-
ক. ৩টি খ ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১৩৫. চীন প্রথম সামরিক ঘাঁটি করেছে-
ক. মালদ্বীপে খ. মিয়ানমারে গ. জিবুতিতে ঘ. শ্রীলঙ্কায়
১৩৬. WHO-এর সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা খ. প্যারিস গ. লন্ডন ঘ. গ্রিস
১৩৭. জাপান সাগর ও পীতসাগরের মধ্যে অবস্থিত
ক. কোরিয়া উপদ্বীপ খ. মালয় উপদ্বীপ গ. বাহরাইন উপদ্বীপ ঘ. হাইনাইন উপদ্বীপ
১৩৮. ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী পেঁয়াজ উত্পাদনে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র খ. চীন গ. নেদারল্যান্ডস ঘ. মিসর
১৩৯. চ্যানেল ৫৭ প্রবাহিত হয়েছে কোন স্থাপনার নিচ দিয়ে?
ক. চীনের প্রাচীর খ. বার্লিন প্রাচীর গ. পেন্টাগন ঘ. হোয়াইট হাউস
১৪০. ভূরাজনীতি বিষয়ক “Pivots” বলতে কোন অঞ্চলকে বোঝায়?
ক. উত্তর আমেরিকা খ. পশ্চিম ইউরোপ গ. ইউরেশিয়া ঘ. দক্ষিণ-পূর্ব এশিয়া
১৪১. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর “পেন্টাগন” কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক খ. ফ্লোরিডা গ. শিকাগো ঘ. ভার্জিনিয়া
১৪২. “ইলন মাস্ক’ কিসের জন্য বিখ্যাত-
ক. ব্যাংক খ. প্রযুক্তি প্রতিষ্ঠান গ. ইলেকট্রনিক গাড়ি ঘ. অভিনয়
১৪৩. তিন বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল?
ক. লোহিত সাগরে খ. বঙ্গোপসাগরে গ. ভূমধ্যসাগরে ঘ. আরব সাগরে
১৪৪. স্পেনের কোন অঞ্চল স্বাধীনতার জন্য বর্তমানে আন্দোলন করছে?
ক. তারাগোনা খ. সেভিল গ. কাতালোনিয়া ঘ. জিরোনা
১৪৫. ‘অ্যাজেন্ডা ২১” কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে?
ক. জাতিসংঘ খ. এডিবি গ. বিশ্বব্যাংক ঘ. ডব্লিউটিও
১৪৬. প্রিস্টিলা কোন দেশের রাজধানী?
ক. ক্রোয়েশিয়া খ. কসোভো গ. জর্জিয়া ঘ. তুরস্ক
১৪৭. ভারতের জাতীয় পাখি-
ক. রাজহাঁস খ. ময়ূর গ. ঈগল ঘ. টিয়া
১৪৮. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্র ‘কেনাবেচা’বিষয়ক চুক্তির নাম কী?
ক. জিসোমিয়া খ. আকসা গ. অ্যাকর্ড খ. অ্যালায়েন্স
১৪৯. ‘টু প্লাস টু’ বৈঠকের প্রবক্তা কোন দেশ?
ক. রাশিয়া খ. জাপান গ. ভারত ঘ. ইংল্যান্ড
১৫০. ‘আলি বাবা’ কোন দেশের ব্যবসাপ্রতিষ্ঠান?
ক. চীন খ. যুক্তরাষ্ট্র গ. ভারত ঘ. যুক্তরাজ্য
১৫১. মানচিত্র ছোট-বড় করার যন্ত্রকে বলা হয়-
ক. ন্যানো গ্রাফ খ. সিসমোগ্রাফ গ. প্যান্টোগ্রাফ ঘ. কার্ডিওগ্রাফ
১৫২. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোনের বিপুল উপস্থিতি রয়েছে?
ক. ট্রপোমণ্ডল খ. স্টাটোমণ্ডল গ. মেসোমণ্ডল ঘ. তাপমণ্ডল
১৫৩. পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়?
ক. নিম্নক্ষয় খ. পার্শ্বক্ষয় গ. তীরভাঙন ঘ. নদীর মোহনার ক্ষয়
১৫৪. কত সালে CFC বায়ুমণ্ডলের ওজোনস্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত হয়?
ক. ১৯৭৩ খ. ১৯৬৩ গ. ১৯৮২ ঘ. ১৯৭৭
১৫৫. অমাবস্যা ও পূর্ণিমায় কোন ধরনের বন্যা ভয়াবহ রূপ ধারণ করে?
ক. জোয়ার-ভাটাজনিত বন্যা খ. মৌসুমি বন্যা গ. আকস্মিক বন্যা ঘ. প্রবল বর্ষণজনিত বন্যা
১৫৬. অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে-
ক. কার্বন ডাই-অক্সাইডের আধিক্যে
খ. সালফার ডাই-অক্সাইডের আধিক্যে
গ. নাইট্রাস অক্সাইডের আধিক্যে
ঘ. ক ও খ উভয়ই
১৫৭. ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?
ক. শীতলক্ষ্যা খ. বুড়িগঙ্গা গ. ধরলা ঘ. বংশী
১৫৮. বাংলাদেশে কোন ধরনের ভূমিকম্প কখনোই হবে না?
ক. মারাত্মক ভূমিকম্প খ. অগ্নুত্পাতজনিত ভূমিকম্প গ. কেন্দ্রের ভূমিকম্প ঘ উপকেন্দ্রের ভূমিকম্প
১৫৯. ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় কী অনুসারে?
ক. গতিবেগ অনুসারে খ. বায়প্রবাহের তারতম্য গ. দিক অনুসারে ঘ. স্থান অনুসারে
১৬০. বাংলাদেশের দুর্যোগমুক্ত জেলা কতটি?
ক. ৬টি খ. ৭টি গ. ১৩টি ঘ. ১৬টি
১৬১. হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ?
ক. আমিষ খ. স্নেহ গ. আয়োডিন ঘ. লৌহ
১৬২. পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কতগুণ বেশি?
ক. প্রায় আড়াই গুণ খ. প্রায় সাড়ে তিন গুণ গ. প্রায় সাড়ে চার গুণ খ. কোনোটিই নয়
১৬৩. রক্তশূন্যতার অপর নাম কী?
ক. লিউকেমিয়া খ. সিরোসি গ. অ্যানিমিয়া ঘ. জন্ডিস
১৬৪. বিশ্ব ডায়াবেটিস দিবস কোনটি?
ক. ১৪ সেপ্টেম্বর খ. ১৪ অক্টোবর গ. ১৪ নভেম্বর ঘ. ১৪ ডিসেম্বর
১৬৫. গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি?
ক. চীন খ. যুক্তরাষ্ট্র গ. ভারত ঘ. রাশিয়া
১৬৬. চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
ক. দশ ভাগের এক ভাগ খ. ছয় ভাগের এক ভাগ গ. তিন ভাগের এক ভাগ ঘ. চার ভাগের এক ভাগ
১৬৭. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উত্পাদন বৃদ্ধি পায়-
ক. ফসফরাস খ. নাইট্রোজেন গ. পটাশিয়াম ঘ. অক্সিজেন
১৬৮. ইউরিয়া সারে কতভাগ নাইট্রোজেন থাকে?
ক. ৪০% খ. ৪৬% গ. ৫০% ঘ. ৫৫%
১৬৯. ‘করোনাভাইরাসের’ অন্য নাম-
ক. ২০১৯- NCOV খ. ২০১৯-NCOB গ. ২০১৯-MCOV ঘ. ২০১৯-NEOV
১৭০. পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কী?
ক. Allium cepa খ. Oryza sativa গ. Allium Sativum ঘ. Capsicum Frutescens
১৭১. তরলে পৃষ্টটান পরিমাপের যন্ত্র-
ক. ট্যাকোমিটার খ. গ্রাভিমিটার গ. গুহমমিটার ঘ. টেনমিও মিটার
১৭২. ধানের বাদামি রোগ হয়-
ক. ছত্রাক দ্বারা খ. ভাইরাস দ্বারা গ. ব্যাকটেরিয়া দ্বারা ঘ. কোনোটিই নয়
১৭৩. প্রাণীদেহে দীর্ঘ কোষ কোনটি?
ক. RBC খ. নিউরন গ. গবলেট ঘ. WBC
১৭৪. উদ্ভিদের পরাগমন ঘটাতে সাহায্য করে-
ক. রানি মৌমাছি খ. কর্মী মৌমাছি গ. রাজা মৌমাছি ঘ. রাজা ও রানি মৌমাছি
১৭৫. Cosmic Ray-কে বাংলায় বলা হয়-
ক. রঞ্জন রশ্মি খ. তেজস্ক্রিয় রশ্মি গ. ক্যাথোড রশ্মি ঘ. মহাজাগতিক রশ্মি
১৭৫.‘ইউটিউব’ চালু হয় কবে?
ক. ২০০৩ খ. ২০০৪ গ. ২০০৫ ঘ. ২০০৮
১৭৭. ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
ক. ওয়ার্ড প্রসেসিং খ. প্রোগ্রামিং গ. ডেটাবেইস ঘ. কোনোটিই নয়
১৭৮. ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিচের কোন প্রোগ্রাম ব্যবহার করতে হয়?
ক. এক্সেল খ. ইউটিউব গ. ইয়াহু মেসেঞ্জার ঘ. জিমেইল
১৭৯. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
ক. RAM খ. ROM গ. হার্ডওয়্যার ঘ. সফটওয়্যার
১৮০. http-এর সংক্ষিপ্ত রূপটি কী বোঝায়?
ক. Hyper Text Transfer protocol
খ. High Task Termination procedure
গ. Times Technical professionals
ঘ. Harvard Teletext Proof
১৮১. কম্পিউটার ট্রানজিস্টর আবিষ্কৃত হয় কত সালে?
ক. ১৯৫১ খ. ১৯৪৮ গ. ১৯৬৪ ঘ. ১৯৭০
১৮২. এক মেগাবাইটে কত বাইট?
ক. ১০০০× ১০০০ খ. ১০২৪×১০২৪ গ. ১০৩২×১০৩২ ঘ. ১০০×১০২৪
১৮৩. বাংলাদেশে 3G চালু হয় কত সালে?
ক. ২০১১ খ. ২০১২ গ. ২০১৩ ঘ. ২০১৪
১৮৪. কোনটি ইনপুট ডিভাইস নয়?
ক. প্রিন্টার খ. কি-বোর্ড গ. স্ক্যানার ঘ. মাউস
১৮৫. টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?
ক. মার্টিন কুপার খ. স্টিভ জবস গ. বিল গেটস ঘ. স্যামুয়েল হার্স্ট
১৮৬. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যাপদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে-
ক. অকটাল খ. বাইনারি গ. দশমিক ঘ. হেক্সা ডেসিমেল
১৮৭. ইনটেল ITANIUM কত বিটের মাইক্রোপ্রসেসর?
ক. ৩২ খ. ৬৪ গ. ১২৮ ঘ. ২৫৬
১৮৮. কোনো ই-মেইলে bcc-এর অর্থ কী?
ক. Blind carbon Copy
খ. Black carbon copy
গ. Bold carbon Copy
ঘ. Bright carbon copy
১৮৯. স্মার্টফোন যাত্রা শুরু করে কোন কোম্পানির মাধ্যমে?
ক. আইবিএম খ. গুগল গ. মাইক্রোসফট ঘ. এপসন
১৯০. ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?
ক. Pop3 খ. Pop9 গ. HTML ঘ. SMTO
১৯১. রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মুখ্য কারণ কী?
ক. মূল্যবোধের অভাব খ. গণতান্ত্রিক কারণ
গ. সাংস্কৃতিক কারণ ঘ. অবনমিত রাজনৈতিক সংস্কৃতি
১৯২. রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক-এ উক্তিটি কার?
ক. স্পেন্সার খ. জাস্টিন ট্রুডো
গ. মিশেল ক্যামডেসাস ঘ. থমাস জেফারসন
১৯৩. সুশাসনের পথে অন্তরায়-
ক. আইনের শাসন খ. জবাবদিহি
গ. স্বজনপ্রীতি ঘ. সরলতা
১৯৪. নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?
ক. আইন খ. প্রতীক
গ. ভাষা ঘ. মূল্যবোধ
১৯৫. UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
ক. ৬টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৯টি
১৯৬. ‘Power: A new social Analysis’ গ্রন্থটি কার লেখা?
ক. লক খ. হবস গ. রাসেল ঘ. ম্যাকিয়াভেলি
১৯৭. ‘Objective knowledge’ কী?
ক. ব্যক্তির জ্ঞান খ. প্রাকৃতিক জ্ঞান গ. ব্যক্তিনিরপেক্ষ জ্ঞান ঘ. কোনোটিই নয়।
১৯৮. নিচের কোন দেশটিতে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে?
ক. সোলিয়া খ. সুইডেন গ. পাকিস্তান ঘ. সিরিয়া
১৯৯. কত ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে ওঠে?
ক. তিন ধরনের খ. চার ধরনের গ. পাঁচ ধরনের ঘ. ছয় ধরনের
২০০. বর্তমান সময়ের গণতন্ত্র কী রকম?
ক. একনায়কতান্ত্রিক খ. রাজতান্ত্রিক গ. প্রতিনিধিত্বমূলক ঘ. স্বেচ্ছাচারমূলক

বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই শিক্ষার্থীরা
ফাইল ছবি

উত্তরগুলো মিলিয়ে দেখি:
১. খ, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. ক, ৬. ঘ, ৭. খ, ৮. ঘ, ৯. গ, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫.ক, ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. গ, ২০. খ, ২১. গ, ২২. খ, ২৩. ক, ২৪. খ, ২৫. ঘ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. গ, ৩০. ঘ, ৩১. ক, ৩২. গ, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. খ, ৩৬. ক, ৩৭. ঘ, ৩৮. ঘ, ৩৯. গ, ৪০. খ, ৪১. ক, ৪২. গ, ৪৩. ঘ, ৪৪. ক, ৪৫. গ, ৪৬. ঘ, ৪৭. ঘ, ৪৮. গ, ৪৯. খ, ৫০. ঘ, ৫১. গ, ৫২. খ, ৫৩. গ, ৫৪. গ, ৫৫. ঘ, ৫৬. ক, ৫৭. ক, ৫৮. খ, ৫৯. গ, ৬০. ঘ, ৬১. গ, ৬২. গ, ৬৩. ঘ, ৬৪. ঘ, ৬৫. ঘ, ৬৬. গ, ৬৭. খ, ৬৮. ক, ৬৯. গ, ৭০. গ, ৭১. গ, ৭২. ক, ৭৩. ক, ৭৪. ঘ, ৭৫. ক, ৭৬. গ, ৭৭. গ, ৭৮. ক, ৭৯. খ, ৮০. ক, ৮১. গ, ৮২. খ, ৮৩. ঘ, ৮৪. ক, ৮৫. ক, ৮৬. ক, ৮৭. ক, ৮৮. ক, ৮৯. খ, ৯০. খ, ৯১. ক, ৯২. গ, ৯৩. খ, ৯৪. খ, ৯৫. ক, ৯৬. গ, ৯৭. ক, ৯৮. গ, ৯৯. ক, ১০০. ক, ১০১. গ, ১০২. গ, ১০৩. খ, ১০৪. খ, ১০৫. খ, ১০৬. ঘ, ১০৭. খ, ১০৮. গ, ১০৯. গ, ১১০. খ, ১১১. ক, ১১২. গ, ১১৩. ক, ১১৪. ক, ১১৫. খ, ১১৬. গ, ১১৭. ঘ, ১১৮. খ, ১১৯. গ, ১২০. খ, ১২১. ঘ, ১২২. খ, ১২৩. গ, ১২৪. গ, ১২৫. খ, ১২৬. খ, ১২৭. খ, ১২৮. গ, ১২৯. গ, ১৩০. ঘ, ১৩১. ক, ১৩২. ঘ, ১৩৩. ক, ১৩৪. গ, ১৩৫. গ, ১৩৬. ক, ১৩৭. ক, ১৩৮. খ, ১৩৯. খ, ১৪০. গ, ১৪১. ঘ, ১৪২. গ, ১৪৩. গ, ১৪৪. গ, ১৪৫. ক, ১৪৬. খ, ১৪৭. খ, ১৪৮. খ, ১৪৯. খ, ১৫০. ক, ১৫১. গ, ১৫২. খ, ১৫৩. ক, ১৫৪. ক, ১৫৫. ক, ১৫৬. খ, ১৫৭. খ, ১৫৮. খ, ১৫৯. ঘ, ১৬০. ক, ১৬১. ক, ১৬২. গ, ১৬৩. গ, ১৬৪. গ, ১৬৫. ক, ১৬৬. খ, ১৬৭. খ, ১৬৮. খ, ১৬৯. ক, ১৭০. ক, ১৭১. ঘ, ১৭২. ক, ১৭৩. খ, ১৭৪. খ, ১৭৫. ঘ, ১৭৬. গ, ১৭৭. গ, ১৭৮. ঘ, ১৭৯. খ, ১৮০. ক, ১৮১. খ, ১৮২. খ, ১৮৩. খ,১৮৪. ক, ১৮৫. ঘ, ১৮৬. খ, ১৮৭. খ, ১৮৮. ক, ১৮৯. ক, ১৯০. ক, ১৯১. ঘ, ১৯২. গ, ১৯৩. গ, ১৯৪. ক, ১৯৫. ক, ১৯৬. গ, ১৯৭. ক, ১৯৮. খ, ১৯৯. ক, ২০০. গ।

  • লেখক: মাহমুদ বিন আমিন, ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার।

  • চাকরির বিভিন্ন পরামর্শ ও প্রস্তুতির জন্য মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা’ পড়ুন।

  • আগামীকাল পড়ুন ৪৩তম বিসিএসের ফরম পূরণ ও ক্যাডার চয়েজ সম্পর্কে