সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ

ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩-এর আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরে ইন্টার্ন হিসেবে কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরে পুরকৌশল বিষয়ে ডিগ্রিধারীদের ইন্টার্ন হিসেবে নিয়োগ দেওয়া হবে। তিন মাস মেয়াদে চারজনকে ইন্টার্নশিপ দেওয়া হবে। আবেদনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থী হতে হবে।

ভাতা

ইন্টার্নশিপ চলাকালে মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা দেওয়া হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

নির্বাহী প্রকৌশলী, সওজ, প্রশাসন ও সংস্থাপন, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা (কক্ষ নম্বর-৫০৫, ব্লক-এ) বরাবর সরাসরি/ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ মার্চ, ২০২৪।