স্থাপত্য অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

স্থাপত্য অধিদপ্তরের নন-গেজেটেড ৭ (সাত) ক্যাটাগরির পদের মধ্যে গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত গাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৭ ও ৮ ফেব্রুয়ারি পরীক্ষা গ্রহণ করা হবে স্থাপত্য ভবন কমপ্লেক্স, স্থাপত্য ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০–এ। ৭-২-২০২৫ (শুক্রবার) গাড়ি চালনার ব্যবহারিক পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। ৮-২-২০২৫ (শনিবার) গাড়ি চালনার ব্যবহারিক পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।

উত্তীর্ণ প্রার্থীদের প্রতি নির্দেশনা—

• ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের স্ব–স্ব রোল নম্বরের পাশে উল্লিখিত তারিখ ও সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা গ্রহণের স্থানে উপস্থিত হতে হবে।

• ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র এবং মূল ড্রাইভিং লাইসেন্স (এক কপি ফটোকপিসহ) অবশ্যই সঙ্গে আনতে হবে।

• পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ভ্রমণ ভাতা/ দৈনিক ভাতা প্রদান করা হবে না।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন