বিমানের এমটি অপারেটর পদে নির্বাচিতদের কাগজ জমাদান ২০ মের মধ্যে
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ২০ মের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ওই দিন অফিস চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নিয়োগ শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, প্রধান কার্যালয়, বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকায় উপস্থিত হয়ে জমা দিতে হবে।
যেসব কাগজ জমা দিতে হবে, সেগুলো হলো—
তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রাথমিক আবেদনপত্রের কালার প্রিন্ট কপি (অ্যাপ্লিকেন্ট কপি), প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদের (ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত) সত্যায়িত ফটোকপি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত ফটোকপি। কোটার (যদি থাকে) সমর্থনে প্রয়োজনীয় ডকুমেন্টসের সত্যায়িত ফটোকপি। অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে এনওসি কপি এবং ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি।