আড়ংয়ে চাকরির সুযোগ, সৃজনশীল হতে হবে

আড়ং জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং বিভাগে গ্রাফিক ডিজাইনার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: গ্রাফিক ডিজাইনার, মার্কেটিং

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডিজিটাল ডিজাইন, গ্রাফিক ডিজাইন, আর্ট বা এ ধরনের বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। থ্রিডি ডিজাইন ও অ্যানিমেশন সফটওয়্যারের কাজ জানাসহ ক্যাড বা অটোক্যাড, অ্যাডোব ক্রিয়েটিভ স্যুট বা এ ধরনের টুলসের কাজ জানতে হবে। মার্কেট রিসার্চ ও প্রোডাক্ট প্লেসমেন্ট অ্যাডভার্টাইজিং বিষয়ে অভিজ্ঞ হতে হবে। সময় ব্যবস্থাপনা ও সৃজনশীল চিন্তা–ভাবনায় দক্ষ হতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন–ভাতা: বেতন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস এবং স্বাস্থ্য ও জীবন বিমার সুযোগ আছে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1305664&ln=1) থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৪।