৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১০
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ দশম পর্বে আন্তর্জাতিক বিষয়াবলির ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।
১. ফিলিস্তিনের জন্য মহাবিপর্যয় (আল-নাকবা) হিসেবে বিবেচিত তারিখ কোনটি?
ক. ১৩ মে
খ. ১৫ মে
গ.১৭ মে
ঘ. ১৯ মে
২. স্ক্যান্ডিনেভীয় দেশ নয় কোনটি?
ক. নরওয়ে
খ. সুইডেন
গ. ফিনল্যান্ড
ঘ. ডেনমার্ক
৩. লাওসের মুদ্রার নাম কী?
ক. ডং
খ. কিপ
গ. পেসো
ঘ. কোনোটিই নয়
৪. জাপানের গৃহীত নীতি কোনটি?
ক. চায়না প্লাস ওয়ান নীতি
খ. চায়না প্লাস টু নীতি
গ. মাইনাস টু নীতি
ঘ. চায়না মাইনাস নীতি
৫. জর্ডানের পার্লামেন্টের নাম কী?
ক. মজলিস আশ-শুরাহ
খ. মজলিস আল-উম্মাহ
গ. মজলিস ওয়াতানি ইতিহাদ
ঘ. মজলিস শুরায়ে ইসলামি
৬. ট্রাগালফার স্কয়ারের সাথে সম্পর্কযুক্ত কে?
ক. নেপোলিয়ন
খ. অ্যাডমিরাল নেলসন
গ. ওয়েলেসলি
ঘ. অ্যাডমিরাল ফার্নান্দেস
৭. ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতা করেন কে?
ক. বিল ক্লিনটন
খ. জিমি কার্টার
গ. হেনরি কিসিঞ্জার
ঘ. জন এফ কেনেডি
৮.অপারেশন সিঁদুর সামরিক অভিযান পরিচালিত হয়েছে কোন তারিখে?
ক. ৫ মে
খ. ৬ মে
গ. ৭ মে
ঘ. ৮ মে
৯. নিচের কোন দেশ ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয়?
ক. লাওস
খ. ভিয়েতনাম
গ. ফিলিপাইন
ঘ. কম্বোডিয়া
১০. মায়া সভ্যতায় মায়ানরা মোট কয়টি ক্যালেন্ডার তৈরি করেছিল?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ১টি
১১. কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেকোনোসিদ্ধান্ত নেওয়া যায়?
ক. ৯
খ. ১১
গ. ১৫
ঘ. ১০
১২. জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর?
ক. ২ বছর
খ. ৪ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
১৩. জি-৭ ভুক্ত দেশ নয় কোনটি?
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. বেলজিয়াম
ঘ. কানাডা
১৪. কপ-৩০ অনুষ্ঠিত হবে কোন দেশে?
ক. আজারবাইজান
খ. ব্রাজিল
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. রাশিয়া
১৫. কিয়োটো প্রটোকলে Annex 1–এ কোন দেশগুলো অন্তর্ভুক্ত?
ক. শিল্পপ্রধান ৪২টি দেশ
খ. উন্নয়নশীল ২৪টি দেশ
গ. পরিবেশ দূষণকারী ৩০টি দেশ
ঘ. বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী নয় এমন দেশ
১৬. ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশনসংক্রান্ত ‘বাসেল কনভেনশন’ বাংলাদেশে অনুমোদিত হয় কত সালে?
ক.১৯৯৩
খ. ১৯৯২
গ. ১৯৯৪
ঘ. ১৯৯৫
১৭. সম্প্রতি আরব লীগের শীর্ষ সম্মেলন (২০২৫) অনুষ্ঠিত হয় কবে?
ক. মিসরে
খ. ইরাকে
গ. ইরানে
ঘ. সংযুক্ত আরব আমিরাতে
১৮. বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজ তৈরি করেছে কোন দেশ?
ক. ইরান
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ইসরায়েল
১৯. ‘কনক্লেভ’ বলতে কী বোঝায়?
ক. পোপ নির্বাচনে অংশগ্রহণকারী ভোটার
খ. পোপ নির্বাচন পরিচালক
গ. পোপ নির্বাচনের প্রক্রিয়া
ঘ. পোপ নির্বাচনে যাঁরা অংশগ্রহণ করেন না, তাঁদের দল
২০. ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানীর নাম কী?
ক. পেহেলগাম
খ. বালাকোট
গ. মোজাফফারাবাদ
ঘ. পুলওয়ামা
মডেল টেস্ট ১০-এর উত্তর
১.খ। ২.গ। ৩.খ। ৪.ক। ৫.খ। ৬.খ। ৭.খ। ৮.গ। ৯.গ। ১০.ক।
১১.ক। ১২.গ। ১৩.গ। ১৪.খ। ১৫.ক। ১৬.ক। ১৭.খ। ১৮.ক। ১৯.গ। ২০.ক।