৯ দফা দাবিতে আবহাওয়া অধিদপ্তরের কর্মচারীদের বিক্ষোভ
আবহাওয়া অধিদপ্তরের নানা বৈষম্য দূর করতে নয় দফা দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এসব দাবি পূরণের জন্য আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে কর্মসূচি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময়ে প্ল্যাকার্ডে নানা দাবি তুলে ধরেন তারা। কর্মকর্তা ও কর্মচারীরা পরিচালকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি পূরনের আবেদন জানিয়েছেন।
দাবিগুলো হলো-
১. নতুন অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন। নতুন নিয়োগ বিধি সংশোধন করে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি অনতিবিলম্বে চালু করা;
২. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত করা। দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা;
৩. পূর্বের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা। পেশাদারির ভিত্তিতে সংস্থাপ্রধান নিজ প্রতিষ্ঠান থেকে নিয়োগ করা;
৪.২০১৬ সাল থেকে স্থগিত পদোন্নতি ও নিয়োগ অবিলম্বে চালু করে স্থিত পদের অর্ধেকের বেশি শূন্য পদ দ্রুত পূরণের মাধ্যমে আবহাওয়া কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনের ব্যবস্থা করা;
৫. হয়রানিমূলক বদলি দূর করা;
৬. টেন্ডার-বাণিজ্য দূর করা;
৭. অর্থ অপচয় রোধ করা এবং সরকারের অর্থ সাশ্রয় করা;
৮. কর্মচারীদের মেধা, সততা ও কর্মদক্ষতাকে বিবেচনায় নিয়ে তাঁদের সঠিক মূল্যায়ন ও পদায়ন করা;
৯. সুন্দর ও সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে আবহাওয়া পরিষেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করা।