এনটিআরসিএর তিনটি পদের লিখিত পরীক্ষা ২১ জুলাই

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) রাজস্ব খাতে সরাসরি নিয়োগের জন্য তিনটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এনটিআরসিএর ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিসাবরক্ষক (গ্রেড-১৪)–এর একটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)–এর একটি, স্টোরকিপার (গ্রেড-১৪)–এর একটিসহ মোট তিনটি শূন্য পদের বিপরীতে ২১ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ৬৩, নিউ ইস্কাটন, রমনা, ঢাকা-১০০০–এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র এনটিআরসিএর ওয়েবসাইটে পাওয়া যাবে

পরীক্ষাসংক্রান্ত তথ্য প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন