৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের বিজ্ঞপ্তি বাতিলের দাবি
৪৩তম বিসিএসে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য নন-ক্যাডার পদের নিয়োগ বিজ্ঞপ্তিকে প্রহসনমূলক অ্যাখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ফলপ্রত্যাশীরা। একই সঙ্গে বর্তমান পছন্দ তালিকা বাতিল করে বেশি প্রার্থীর চাকরির জন্য সুপারিশের ব্যবস্থা করতে এবং আগের বিসিএসগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বৈষম্য হ্রাস করার দাবি জানানো হয়েছে।
রাজধানীতে আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন ৪৩তম বিসিএসের ফলপ্রত্যাশীরা।
২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।
মানববন্ধনে ফলপ্রত্যাশীরা বলেন, ৪৩তম বিসিএস ফলপ্রত্যাশীরা অন্য বিসিএসগুলোর তুলনায় বৈষম্যের শিকার হচ্ছেন। এত দিন বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ক্যাডার পদ না পেলেও নন-ক্যাডার পদ পাওয়া যেত। অথচ ৪৩ বিসিএসে সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ৪৩ বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি দেখে সবাই হতাশ ও উদ্বিগ্ন।
বৈষম্যের ব্যাখ্যা দিয়ে ফলপ্রত্যাশীরা বলেন, ৪৩তম বিসিএস নন-ক্যাডারে ১ হাজার ৩৪২ পদের মধ্যে ৮৮৮টি পদই ৪১তম থেকে ফেরত আসা পদ। অর্থাৎ ওই বিসিএসে যোগ্য প্রার্থী না পাওয়ায় সেগুলো খালি ছিল, যা ৪৩তম বিসিএসে দেওয়া হয়েছে। সেই হিসাবে ৪৩তম বিসিএসে নতুন পদ এসেছে মাত্র ৪৫৪টি।
এর আগে গত সোমবার ক্যাডার ও নন-ক্যাডার পদের ফলাফল আলাদা প্রকাশের দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন করেন ৪৩তম বিসিএসের ফলপ্রত্যাশীরা।