ইডকলে চাকরি, বেতন আকর্ষণীয়
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স (আইসিসি) বিভাগে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব আইসিসি
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সিআইএ/এসিসিএ/এসিএ/এসিএমএ প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। এফসিসিএ/সিআরএমএ বা এ ধরনের অন্য কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিশেষ করে আইসিসি কাজে ১৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অডিট কাজে দক্ষ হতে হবে। ফিন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির রেগুলেটরি ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানাশোনা থাকতে হবে। অ্যাকাউন্টিং ও অডিটিং রেকর্ড কিপিং সিস্টেমের কাজ জানতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইডকলের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ মার্চ ২০২৫।