৮ ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার’ পদের পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১২,৯৯৯

ছবি: প্রথম আলো

৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ‘অফিসার (সাধারণ)’ (১০ম গ্রেড) ১ হাজার ৫৯৭টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের উদ্দেশ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি ২০২৩ সালের ২১ ডিসেম্বরে ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ‘অফিসার (সাধারণ)’ (১০ম গ্রেড) ১ হাজার ৫৯৭টি শূন্য পদে সরাসরি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই নিয়োগে আবেদনকারী প্রার্থীদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা ৪ জুলাই অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১২ হাজার ৯৯৯ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৫ আগস্ট (১৫/৮/২০২৫) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষার কেন্দ্রের নাম ও আসনবিন্যাস বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যথাসময়ে অবহিত করা হবে।

প্রার্থীদের জন্য নির্দেশনা—

*লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

আরও পড়ুন

*প্রবেশপত্র (১ কপি) ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, বোতল, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালীন উল্লিখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে এবং দায়িত্বপালনরত ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।

*পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

*৪/৭/২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখুন এখানে

আরও পড়ুন