অক্সফামে ঢাকায় চাকরি, বছরে বেতন ২৯ লাখ ১৮ হাজার
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় হেড অব প্রোগ্রাম কোয়ালিটি অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: হেড অব প্রোগ্রাম কোয়ালিটি অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় প্রোগ্রাম মনিটরিং, প্রোগ্রাম কোয়ালিটি ট্যাকিং, নলেজ প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্টে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের পর্যায়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা কালেকশন মেথড, ডাটা কোয়ালিটি অ্যাসেসমেন্ট, ডাটা অ্যানালাইসিস, ডাটা স্টোরেজ ও ডাটা প্রোটেকশনে পারদর্শী হতে হবে। সার্ভে সিটিও, কোবো, টুলবক্স ও পাওয়ার বিআইয়ের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। রিপোর্ট রাইটিংয়ের দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ-সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ২৯ লাখ ১৮ হাজার ২৫৫ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সঙ্গী, সন্তানসহ কর্মীর চিকিৎসা–সুবিধা, ছুটি ও বিমার সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে (https://jobs.oxfam.org.uk/jobs/vacancy/head-of-programme-quality-and-knowledge-management-int10681/22718/description/) গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর, ২০২৪।