নবীন স্নাতকদের জন্য বিডি জবসের চাকরি মেলা

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা নবীন স্নাতকদের চাকরি পেতে সহযোগিতার লক্ষ্যে অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ‘বিডি জবস’ আয়োজন করতে যাচ্ছে ‘ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ার’। আগামী সোমবার রাজধানীর ইন্ট্যারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসবে এ চাকরি মেলা। প্রথম আলো এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে।

চাকরি মেলায় প্রায় ১৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠান ৪৫০টি পদে কর্মী নিয়োগ দেবে। এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার চাকরিপ্রার্থী মেলার জন্য নিবন্ধন করেছেন। এবারের মেলা থেকে প্রায় ২ হাজার ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিডি জবসের পক্ষ থেকে বলা হয়েছে।

বিডি জবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর প্রথম আলোকে বলেন, যেসব নবীন স্নাতকের কোনো চাকরির অভিজ্ঞতা নেই, তাঁদের জন্য পূর্ণকালীন চাকরির সুযোগ সৃষ্টি করা এ মেলার মূল লক্ষ্য। মেলার দিন ৫০টির বেশি প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের অনলাইনে পরীক্ষা নেবে। এ ছাড়া কিছু প্রতিষ্ঠান সরাসরি সাক্ষাৎকারও নেবে।

বিডি জবস ডটকমের পরিচালক (বিপণন) প্রকাশ রায় চৌধুরী বলেন, মেলার মাধ্যমে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নবীন স্নাতকদের যোগাযোগের পথ তৈরি করে দেওয়া হবে। এ সম্পর্ক পরবর্তী সময়ে চাকরিপ্রার্থীদের কাজে লাগবে। এ ছাড়া মেলায় ২০টি এডুকেশন-টেকনোলজি কোম্পানি ও কয়েকটি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। যেসব কোর্স চাকরিপ্রার্থীদের জন্য সহায়ক, সে বিষয়ে দরকারি তথ্য দেবে প্রতিষ্ঠানগুলো।

আগামী সোমবার সকাল ১০টায় মেলা শুরু হবে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বিডি জবস ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণ করতে অনলাইনে নিবন্ধন করতে হবে। যদি বিডি জবসে অ্যাকাউন্ট না থাকে, তাহলে অ্যাকাউন্ট তৈরি করে জব ফেয়ারের জন্য নিবন্ধন করা যাবে। আর যদি বিডি জবস অ্যাকাউন্ট থাকে, তাহলে লগইন করে মেলার জন্য নিবন্ধন করা যাবে। চাকরি মেলার জন্য নিবন্ধন করা যাবে এই লিংকের মাধ্যমে (https://www.bdjobs.com/jobfair/new_reg/fair_reg.asp?Fair_Id=11829)।