সিপিডিতে চাকরির সুযোগ, বেতন ৩৫,০০০

মডেল: মোনালিসা মুন্নিছবি: প্রথম আলো

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি প্রোগ্রাম অ্যাসোসিয়েট ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট (কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

১. পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি, সামাজিক বিজ্ঞান, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি থাকতে হবে। ফলাফল ভালো হতে হবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
বেতন: ৩৫,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আরও পড়ুন

২. পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট (কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন)
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৪.০০–এর মধ্যে কমপক্ষে সিজিপিএ–৩.৬০ থাকতে হবে।
বেতন: ৩৫,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আরও পড়ুন

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২৪।

আরও পড়ুন