চলতি ঘটনার নভেম্বর সংখ্যা বাজারে

বাজারে এসেছে চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকার সহায়ক ম্যাগাজিন চলতি ঘটনা। প্রথমা প্রকাশিত এই ম্যাগাজিনের দাম এখন ২০ টাকা।

চলতি ঘটনার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, করোনাভাইরাসের কারণে পৃথিবী কত দিনই-বা স্থবির থাকবে? জীবন ও জীবিকা সমগুরুত্ব দিয়ে অব্যাহত রাখাই এ সময়ে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই স্বাস্থ্যবিধি মেনে প্রতি সপ্তাহে বেশ কিছু নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন আর থেমে থাকা নয়, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে পুরোদমে। এর জন্য চলতি ঘটনার নভেম্বর সংখ্যা হতে পারে দারুণ এক সহায়ক বই।

আব্দুল কাইয়ুম বলেন, দেশ ও আন্তর্জাতিক ঘটনাবহুল এ মাসের বেশ কিছু বিষয় নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা চলতি ঘটনার নভেম্বর সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ব্যতিক্রমী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে থাকছে বিশেষ নিবন্ধ। যেকোনো পরীক্ষায় করোনাভাইরাস নিয়ে প্রশ্ন আসবেই। তাই এ বিষয়ে চলতি সংখ্যায় থাকছে বেশ কয়েকটি লেখা।

চলতি ঘটনায় আছে সশস্ত্রবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগের প্রস্তুতি মূলক লেখা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে থাকছে আরেকটি বিশেষ লেখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী স্মরণে আছে বিশেষ নিবন্ধ। প্রতি সংখ্যার মতো এ সংখ্যাতেও থাকছে বিসিএস প্রস্তুতি, ব্যাংক ও বিসিএস মডেল টেস্ট, প্রাথমিক ও স্কুল-কলেজশিক্ষক নিয়োগের প্রস্তুতি। ব্যাখ্যাসহ নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তর এবং আরও বেশ কিছু চাকরির প্রস্তুতিমূলক লেখা সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। নতুন চাকরিপ্রার্থীরা এ সময়ে কী করবেন, তা জানা যাবে এতে। আগের সংখ্যার ধারাবাহিকতায় এবার ডিজিকন টেকনোলজিস লিমিটেডে চাকরির জন্য আবেদনের সুযোগ থাকছে চলতি ঘটনার মাধ্যমে। খেলার বিশেষ বিশেষ ঘটনাও থাকছে।

প্রতিযোগিতার এই চাকরির বাজারে নিজেকে ঠিকভাবে প্রস্তুত করুন। ভালো প্রস্তুতির জন্য সংগ্রহে রাখুন চলতি ঘটনার নভেম্বর সংখ্যাটি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতেও এবারের সংখ্যাটি সহায়ক হবে।