জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুটি শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সহকারী প্রকৌশলী (সিভিল) ও সেকশন অফিসার নেওয়া হবে। এসব পদের জন্য আবেদন ফি ৪০০ টাকা। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
    বয়স: সর্বোচ্চ ৩২ বছর
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে প্রার্থীর ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে এবং কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রার্থীর ন্যূনতম প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে এবং কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
    অভিজ্ঞতা: সরকারি বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পূর্ত কাজে অথবা বহুতল ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে ১৬০০০-৩৮৬৪০ টাকা (বেতন স্কেল-১৫) বেতনক্রমে উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদে ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • পদের নাম: সেকশন অফিসার
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-২)
    বয়স: সর্বোচ্চ ৩২ বছর
    যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে এবং কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
    অভিজ্ঞতা: পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা/কর্মচারী পদে (স্থায়ী বা অস্থায়ী) কমপক্ষে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ছবি: প্রথম আলো

যেভাবে আবেদন
প্রার্থীদের এই লিংকে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত প্রতিলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন (৩) কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ আট সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালে (সকাল আটটা থেকে বিকেল চারটা) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস বা সরাসরি পৌঁছাতে হবে। আবেদন করার আগে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদন ফি
উল্লিখিত পদের জন্য ৪০০ টাকা করে আবেদন ফি SureCash/Nagad/Rocket-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২১।