ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের মৌখিক পরীক্ষা ২২ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ওই দিন তুরাগ হল, নগর ভবন, ফুলবাড়িয়া, ঢাকায় অনুষ্ঠিত হবে ২৯ জনের মৌখিক পরীক্ষা। একই দিনে একই ভেন্যুতে হিসাব সহকারী পদে ২১ জনের মৌখিক পরীক্ষাও হবে।

হিসাব সহকারীর পদের বাকি ৩২ জনের মৌখিক পরীক্ষা ২৩ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ওই দিন তুরাগ হল, নগর ভবন, ফুলবাড়িয়া, ঢাকায় অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। একই দিনে একই ভেন্যুতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ১৮ জনের পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বাকি ৫০ জনের মৌখিক পরীক্ষা ২৪ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ওই দিন তুরাগ হল, নগর ভবন, ফুলবাড়িয়া, ঢাকায় অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। একই পদের বাকি ৫২ জনের মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে ৩০ মে।

মেকানিক পদের ২০ জন, অটোইলেকট্রিশিয়ান পদে ১৫ জন ও সহকারী ওয়েন্ডার পদে ১১ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। ওই দিন তুরাগ হল, নগর ভবন, ফুলবাড়িয়া, ঢাকায় অনুষ্ঠিত হবে এ মৌখিক পরীক্ষা।

মেশিন অপারেটর পদে ২২ জন, অভ্যর্থনাকারী পদে ৫ জন এবং কানুনগো পদের ৫ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। ওই দিন তুরাগ হল, নগর ভবন, ফুলবাড়িয়া, ঢাকায় অনুষ্ঠিত হবে এ মৌখিক পরীক্ষা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন পদে মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার জন্য অনলাইনে ইস্যু করা প্রবেশপত্রের মৌখিক পরীক্ষার সময় আনতে হবে।

প্রার্থীকে মৌখিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই উপস্থিত হতে হবে।