মোংলা বন্দরে ১৭৬ জনের চাকরির সুযোগ

চট্টগ্রাম বন্দর
প্রথম আলো ফাইল ছবি

মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ ৬টি পদে ১৭৬ জনকে নিয়োগ দেবে। এই পদগুলোতে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রাফিক অফিসার

পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বয়স: ৩০ বছর।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: নিরাপত্তা উপপরিদর্শক

পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। এইচএসসি/ সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫০/ সমমান ও এসএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ-৩.০০/ সমমান থাকতে হবে। নিরাপত্তার কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা। এ ছাড়া অস্ত্র বিষয়ে আনসারের ৭০ (সত্তর) দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।
বয়স: ৩০ বছর।
বেতন: ১০,২০০-২৪৬৮০ টাকা।

পদের নাম: মেকানিক (প্রকল্প)

পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি/ সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫০/ সমমান থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ২ (দুই) বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট কোর্স পাশ এবং সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের বাস্তব কর্ম–অভিজ্ঞতা।
বয়স: ৩০ বছর।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: ড্রাইভার/ ফর্কলিফট অপারেটর (প্রকল্প)

পদসংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি/ সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫০/ সমমান থাকতে হবে। হেভি মোটর ড্রাইভিংয়ের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ক্রেনচালক হিসেবে ৩ (তিন) বছরের চাকরির অভিজ্ঞতা।
বয়স: ৩০ বছর।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: নিরাপত্তা হাবিলদার

পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি/ সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫০/ সমমান থাকতে হবে। অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।
বয়স: ৩০ বছর।
বেতন: ৮৮০০-২১৩১০ টাকা।

পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১৬০টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি/ সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫০/ সমমান থাকতে হবে। অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।
বয়স: ৩০ বছর।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। www.mpajobsbd.com –এ আবেদন করতে পারবেন চাকরিপ্রত্যাশীরা। ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। ৪ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। ১ নম্বর পদের জন্য ৫০০ টাকা, ২ থেকে ৪ নম্বর পদের ক্ষেত্রে ১০০ টাকা, ৫ ও ৬ নম্বর পদের ক্ষেত্রে ৫০ টাকার পে–অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) দিতে হবে।