মৎস্য অধিদপ্তরের ২৩৪ কর্মচারীর বেতন গ্রেড উন্নীত

মৎস্য অধিদপ্তরের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফিশারিজ কোর্স সম্পন্নকারী ২৩৪ জন ক্ষেত্র সহকারী, হ্যাচারি টেকনিশিয়ান, ল্যাব সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান কাম পাম্প অপারেটর, হ্যাচারি সহকারী ও তথ্য সংগ্রহকারীর বেতন গ্রেড ১৪ ও ১৬তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ১১তম গ্রেডের বেতন স্কেল সংশ্লিষ্ট কর্মচারীর ডিপ্লোমা সনদ প্রাপ্তির তারিখ থেকে কার্যকর হবে।

মৎস্য অধিদপ্তরের উল্লিখিত পদে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে গ্রেড উন্নীতকরণের এ কাজ সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার এ-সংক্রান্ত নথি অনুমোদন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এদিন সংশ্লিষ্ট গ্রেড উন্নীতকরণ এবং উন্নীত বেতন গ্রেডের পদসমূহের মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।