৫২ টাকা কেজিতে চিনি বিক্রি টিসিবির

চিনি
চিনি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও ছোলা বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার থেকে সারা দেশে এ কার্যক্রম শুরু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

টিসিবি এ দফায় প্রতি কেজি চিনি ৫২, মসুর ডাল ৫০ ও ছোলা ৪০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকায় বিক্রি করছে। একজন গ্রাহক দিনে ৪ কেজি করে চিনি ও ডাল, ৫ লিটার সয়াবিন তেল ও যেকোনো পরিমাণে ছোলা কিনতে পারবেন।

টিসিবির পণ্য বিক্রির জন্য দেশজুড়ে ১৮৭টি ট্রাক থাকবে। রাজধানীতে ৩৫টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা শহরে ২ করে স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। ২ হাজার ৮০৩ জন পরিবেশক বা ডিলার ও ১০টি খুচরা বিক্রয়কেন্দ্রের মাধ্যমেও এই কার্যক্রম চালাবে টিসিবি।