সোনালী ব্যাংকের সেবা পেতে ব্যাংকের শাখায় যেতে হবে না

পিটুজি (P2G) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড ও ট্যাপ এন পে- এর শীর্ষ কর্মকর্তারা। সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: সংগৃহীত
পিটুজি (P2G) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড ও ট্যাপ এন পে- এর শীর্ষ কর্মকর্তারা। সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: সংগৃহীত

সোনালী ব্যাংক লিমিটেড ও ট্যাপ এন পে-এর মধ্যে পিটুজি (P2G) চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওবায়েদ ঊল্লাহ আল মাসুদ, প্রধান অর্থ কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস, ট্যাপ এন পে-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামরুল আহসান এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং আবুল হোসেন ইমন।

এ বিষয়ে ট্যাপ এন পে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই চুক্তির মাধ্যমে সোনালী ব্যাংকের সেবা পেতে গ্রাহকদের আর সোনালী ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন হবে না। এখন থেকে ট্যাপ এন পে এজেন্ট পয়েন্ট বা ট্যাপ এন পে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে সোনালী ব্যাংকের গ্রাহকেরা সেবাগুলো পাবেন। যা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।