বন্ড ছাড়বে ইস্টার্ণ ব্যাংক

বন্ড ছেড়ে শেয়ারবাজারের মাধ্যমে ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল মঙ্গলবারের সভায় ব্যাংকটিকে বন্ড ছাড়ার অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ডটির মেয়াদ হবে সাত বছর। মেয়াদ শেষে এটি পুরোপুরি অবসায়িত হবে। এ বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু ১ কোটি টাকা। বন্ডটি শুধু আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, বিদেশি উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের করপোরেট প্রতিষ্ঠানের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। এটির সুদহার হবে বাজারভিত্তিক। ফলে সময়ে সময়ে এটি পরিবর্তিত হবে।

বিএসইসি আরও জানিয়েছে, বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থে ইস্টার্ণ ব্যাংক তাদের মূলধন শক্তিশালী করবে।