চীনে চিকিৎসাসেবা নিয়ে সেমিনার

চীনা দূতাবাসে আয়োজিত সেমিনারে। ছবি: সংগৃহীত।
চীনা দূতাবাসে আয়োজিত সেমিনারে। ছবি: সংগৃহীত।

চীনের কুনমিংয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা–বিষয়ক আলোচনা সভার আয়োজন করে চীনা দূতাবাস। ২৪ ডিসেম্বর বাংলাদেশের চীনা দূতাবাসে আয়োজিত ওই সভায় বাংলাদেশি নাগরিকদের জন্য চীনে চিকিৎসাবিষয়ক নানা তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ঝাং জুও এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এক বিজ্ঞপ্তিতে ঝাং জুও বলেন, এ সেবার মাধ্যমে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যবর্তী সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সেমিনারে দূতাবাসের অর্থায়নে ও আরভিং গ্রুপের আয়োজনে চীনে চিকিৎসা নেওয়া রোগীরা তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। ২০ জন রোগীকে চীনে চিকিৎসার জন্য অর্থায়ন করে দূতাবাস।

আরভিং গ্রুপের চেয়ারম্যান এইচ বি এম লুৎফর রহমান বলেন, চীনের চিকিৎসাসেবা মানসম্মত, উন্নত এবং সাশ্রয়ী। সেখানে চিকিৎসাসেবার সুযোগ সৃষ্টির জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি।