নিম্নমুখী ধারায় সূচক, কমেছে লেনদেন

শেয়ারবাজার
শেয়ারবাজার

গতকালের নিম্নমুখী ধারা অব্যাহত আছে আজকের ঢাকার পুঁজিবাজারেও। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৪ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৮১৫ পয়েন্টে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৩৯৮ কোটি ৬৫ লাখ টাকা, যা গতকাল বুধবারের চেয়ে কিছুটা কম। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৪৩৯ কোটি টাকা। দুপুর ১২টা নাগাদ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ২০০টির, অপরিবর্তিত আছে ৩৫টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে এসএস স্টিল, ইউনাইটেড ফাইন্যান্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, সন্ধানী ইনস্যুরেন্স, জেএমআই সিরিঞ্জেস, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, অলিম্পিক, ঢাকা ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও অগ্রণী ইনস্যুরেন্স।

গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করে ৫৮৩৯ পয়েন্টে। মোট লেনদেন হয় ১ হাজার কোটি টাকা, যা তার আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৩৯ কোটি টাকা কম।

অন্যদিকে, গতকাল ইতিবাচক থাকলেও আজ দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭৯ পয়েন্ট। গতকাল লেনদেন শেষে এ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭ হাজার ৯০০ পয়েন্টে।