পুঁজিবাজার চাঙা

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৯৪৭ পয়েন্টে।

দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২১ পয়েন্ট। গত কার্যদিবস লেনদেন শেষে সূচকটি ২০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২১২ পয়েন্টে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৪২১ কোটি ৪১ লাখ টাকা। গতকাল বুধবার ওই সময় পর্যন্ত লেনদেন হয় ৪২১ কোটি ২৭ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১০৩টির, অপরিবর্তিত আছে ৩৬টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার, রুপালী ইনস্যুরেন্স, জেএমআই সিরিঞ্জেস ও সিটি ব্যাংক লিমিটেড।

গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৯২৫ পয়েন্টে। যা গত ১১ মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ অবস্থান। মোট ১ হাজার ৪৫ কোটি টাকা লেনদেন হয়।