'সুপারজাম্বো এ৩৮০' আর তৈরি করবে না এয়ারবাস

সুপার জাম্বো-এ৩৮০ উড়োজাহাজের উৎপাদন বন্ধ করে দেবে এয়ারবাস। ছবি: রয়টার্স
সুপার জাম্বো-এ৩৮০ উড়োজাহাজের উৎপাদন বন্ধ করে দেবে এয়ারবাস। ছবি: রয়টার্স

বিশ্বের অন্যতম বৃহৎ উড়োজাহাজ ‘সুপারজাম্বো-এ৩৮০’–এর উৎপাদন আর হবে না। আজ বৃহস্পতিবার ইউরোপীয় কোম্পানি এয়ারবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কোম্পানিটি জানায়, ২০২১ সালের মধ্যে সব সরবরাহ শেষ করবে তারা। 

সম্প্রতি সুপারজাম্বো-এ৩৮০ উড়োজাহাজের ক্রয়াদেশ কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস। সবচেয়ে বড় ক্রেতা এমিরেটসের এই সিদ্ধান্তের পরই এই ঘোষণা দিল এয়ারবাস। তাঁরা জানায়, এমিরেটস ১৬২টি না নিয়ে ১২৩টি এয়ারক্রাফট নেবে বলে জানিয়েছে। এয়ারবাস প্রধান টম অ্যান্ড্রেস এমিরেটসের এই সিদ্ধান্ত ‘যন্ত্রণাদায়ক’ বলে অভিহিত করেন।

বেশ কিছুদিন ধরেই আরও উন্নত ছোট মডেলের উড়োজাহাজের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছিল না বিশাল আকৃতির প্রচণ্ড ব্যয়বহুল এই উড়োজাহাজ। এর আগে এই উড়োজাহাজের উৎপাদন কমিয়ে দেওয়ার কথা জানায় ফ্রান্সের কোম্পানি এয়ারবাস।