দুই পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী

দেশের দুই পুঁজিবাজারে গত কার্যদিবস মাঝারি দরপতনের পর আজ সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হচ্ছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট।

একই সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৮ পয়েন্ট। তা ১৭ হাজার ৫৬৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ২২৬ কোটি ৮৯ লাখ টাকা, যা গত কার্যদিবসের সমান। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২২৭ কোটি ১৯ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির। কমেছে ১২২টির। অপরিবর্তিত ৫৫টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ইনস্যুরেন্স, ন্যাশনাল টিউবস, ফরচুন সুজ, গ্রামীণফোন, লিগ্যাসি ফুটওয়্যার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, মুন্নু সিরামিকস।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৭১৪ পয়েন্টে। মোট লেনদেন হয় ৫৮০ কোটি ৭০ লাখ টাকা।