পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন

দেশের দুই পুঁজিবাজারে এক দিন পরই দর আবার সূচক ঊর্ধ্বমুখী। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ২১৭ কোটি ৩৭ লাখ টাকা।

একই সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৩ পয়েন্ট। তা ১৭ হাজার ৪৭৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির। কমেছে ১২৮টির। অপরিবর্তিত ৫৯টির।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, মুন্নু সিরামিকস, ডাচ্‌–বাংলা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, আলহাজ টেক্সটাইল, ন্যাশনাল পলিমার, আলিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিউবস ও ফরচুন সুজ।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬৮২ পয়েন্টে। মোট লেনদেন হয় ৬৮২ কোটি টাকা।