লা মেরিডিয়ানে ফ্রান্স ফুড ফেস্টিভ্যাল

ফরাসি বৈচিত্র্যপূর্ণ নানা ধরনের খাবার নিয়ে ফরাসি দূতাবাসের সঙ্গে লা মেরিডিয়ান হোটেলে আয়োজন করো হয়েছে গ্যঁ দে ফ্রান্স বা গুড ফ্রান্স ফুড ফেস্টিভ্যালের। ছবি: প্রেস বিঞ্জপ্তি
ফরাসি বৈচিত্র্যপূর্ণ নানা ধরনের খাবার নিয়ে ফরাসি দূতাবাসের সঙ্গে লা মেরিডিয়ান হোটেলে আয়োজন করো হয়েছে গ্যঁ দে ফ্রান্স বা গুড ফ্রান্স ফুড ফেস্টিভ্যালের। ছবি: প্রেস বিঞ্জপ্তি

ফরাসি বৈচিত্র্যপূর্ণ নানা ধরনের খাবার নিয়ে প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও ফরাসি দূতাবাসের সঙ্গে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজন করা হয়েছে গ্যঁ দে ফ্রান্স বা গুড ফ্রান্স ফুড ফেস্টিভ্যালের। ফরাসি দূতাবাসের সঙ্গে লা মেরিডিয়ান ঢাকা হোটেল এ আয়োজন করবে। ২১ মার্চ লা মেরিডিয়ান হোটেলের লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে ফেস্টিভ্যাল হবে। এক প্রেস বিঞ্জপ্তিতে এসব কথা বলা হয়েছে।

২১ মার্চ লা মেরিডিয়ান হোটেলের লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে ফেস্টিভ্যাল হবে। ছবি: প্রেস বিঞ্জপ্তি
২১ মার্চ লা মেরিডিয়ান হোটেলের লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে ফেস্টিভ্যাল হবে। ছবি: প্রেস বিঞ্জপ্তি

ফেস্টিভ্যাল উপলক্ষে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, ‘এ ফেস্টিভ্যালের লক্ষ্য ফরাসি জীবনধারা ও সংস্কৃতিকে তুলে ধরা। এ বছর এ ফেস্টিভ্যালে এমন সব ক্যুইজিনের প্রদর্শনী হবে, যা আমাদের পৃথিবী ও স্বাস্থ্যকর খাবারের প্রতি দায়িত্বস্বরূপ এবং যা একই সঙ্গে সময়ের প্রতিনিধিত্ব করে বর্তমানের প্রয়োজনকেই তুলে ধরে। এ ফেস্টিভ্যালে আমাদের অতিথিরা ফরাসি ক্ল্যাসিক খাবারের পাশাপাশি পরিবেশ রক্ষায় সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তৈরি সুস্বাদু খাবার খেতে পারবেন।

ফেস্টিভ্যালে ফরাসি ক্ল্যাসিক খাবারের পাশাপাশি, পরিবেশ রক্ষায় সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তৈরি সুস্বাদু খাবার পাওয়া যাবে। ছবি: প্রেস বিঞ্জপ্তি
ফেস্টিভ্যালে ফরাসি ক্ল্যাসিক খাবারের পাশাপাশি, পরিবেশ রক্ষায় সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তৈরি সুস্বাদু খাবার পাওয়া যাবে। ছবি: প্রেস বিঞ্জপ্তি

এ ফেস্টিভ্যালে ‘ফ্রেঞ্চ গ্যাস্ট্রোনমি’র বৈচিত্র্যময় সমারোহ থাকবে। বিশ্বজুড়ে এ ফেস্টিভ্যাল উদযাপনে নানা দেশে ফরাসি খাবারের আয়োজন করা হবে। এ বছর উৎসবের মাধ্যমে আলেকজান্দ্রা ক্যুইসতুর ‘নো মোর প্লাস্টিক ফাউন্ডেশন’কে সহায়তা দেওয়া হবে। ২১ মার্চ পাঁচটি মহাদেশের দেড় শর বেশি ফরাসি দূতাবাস ও কনস্যুলেটে শেফরা ‘সাসটেইনেবল ক্যুইজিন’ উদযাপনে বিশেষ অনুষ্ঠানে ‘ফ্রেঞ্চ স্টাইল ডিনার’ নিয়ে তাঁদের লক্ষ্য প্রস্তাব করবেন।

ফেস্টিভ্যাল চলার সময়ে লেটেস্ট রেসিপিতে ‘ফ্রেঞ্চ থিমড বাফে ডিনার’ প্রস্তুত করবেন শেফ অস্টিন রিড। এ মেনুতে থাকবে সালাদ নিসোজ সঙ্গে ডিম পোচ, শ্রিম্প বিস্ক, বিফ চিক বুর্গোনিয়ন এবং পাইনাপেল টার্ট টাটেই। সব মেনুই প্রস্তুত করা হবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উপাদান দিয়ে।