সিলেটে অনুষ্ঠিত হলো রূপচাঁদা সুপার শেফ-২০১৯

সিলেটে অনুষ্ঠিত রূপচাঁদা সুপার শেফ ২০১৯–এ অ্যাপ্রোন পাওয়া দুই প্রতিযোগীর সঙ্গে বিচারকেরা। ছবি: সংগৃহীত
সিলেটে অনুষ্ঠিত রূপচাঁদা সুপার শেফ ২০১৯–এ অ্যাপ্রোন পাওয়া দুই প্রতিযোগীর সঙ্গে বিচারকেরা। ছবি: সংগৃহীত

সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল রূপচাঁদা সুপার শেফ ২০১৯–এর পঞ্চম পর্ব। সিলেট নগরের সুবিদ বাজারের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে গতকাল শুক্রবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই আয়োজনের ডিজিটাল পার্টনার হিসেবে আছে প্রথম আলো ডিজিটাল।

গতকালের প্রতিযোগিতায় মোট প্রতিযোগী ছিলেন ৭৫ জন। এর মধ্যে সুপার শেফ অ্যাপ্রোন পান দুজন। তাঁরা হলেন রোহেনা সুলতানা ও শেখ সাজেদা ইসলাম। তাঁদের চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়।  

রান্নায় ব্যস্ত এক প্রতিযোগী। ছবি: সংগৃহীত
রান্নায় ব্যস্ত এক প্রতিযোগী। ছবি: সংগৃহীত

সিলেটের প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন রিপনা বেগম, কাকলী সাহা, হাসনাত জাহান শিমু ও অভিরূপ কুমার সিংহ।

এর আগে খুলনা, বরিশাল বগুড়া ও চট্টগ্রামে রূপচাঁদা সুপার শেফ ২০১৯–এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সিলেটের প্রতিযোগিতায় স্থান পাওয়া রান্নার একটি পদ। ছবি: সংগৃহীত
সিলেটের প্রতিযোগিতায় স্থান পাওয়া রান্নার একটি পদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নারী-পুরুষ, যাঁরাই ভালো রান্না করতে পারেন এবং আত্মবিশ্বাসী, তাঁরা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। স্বাদের লড়াইয়ে রান্নার মাধুর্যে আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিয়ে জিতে নেবেন ‘রূপচাঁদা সুপার শেফ ২০১৯’। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন শেষ হয় ২৬ মার্চ। বাংলাদেশের ঘরে ঘরে থাকা রন্ধনশিল্পীদের সম্মানিত করতে বাংলাদেশ এডিবল অয়েল আয়োজন করছে ‘রূপচাঁদা সুপার শেফ’। দেশের ছয় স্থানে এ প্রতিযোগিতা হবে।